গ্রিন সনদ পেল আরও একটি কারখানা

পোশাক শিল্পে আরো একটি কারখানা গ্রিন সনদ পেয়েছে। ওই কারখানা হলো- আশুলিয়ার অনন্ত গার্মেন্টস অ্যান্ড স্পোটর্সওয়্যার। এ সনদের ধরন প্লাটিনাম। গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এ সনদ লাভ করে কারখানাটি।

Feb 20, 2023 - 17:16
Feb 20, 2023 - 18:04
 0
গ্রিন সনদ পেল আরও একটি কারখানা
সোমবার (২০ ফেব্রুয়ারি) এ খবর জানায় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।  সংগ্রহীত ছবি

পোশাক শিল্পে আরো একটি কারখানা গ্রিন সনদ পেয়েছে। ওই কারখানা হলো- আশুলিয়ার অনন্ত গার্মেন্টস অ্যান্ড স্পোটর্সওয়্যার। এ সনদের ধরন প্লাটিনাম। গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এ সনদ লাভ করে কারখানাটি।

সোমবার (২০ ফেব্রুয়ারি) এ খবর জানায় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। 

অনন্ত গার্মেন্টস অ্যান্ড স্পোটর্সওয়্যার গ্রিন কারখানা সনদ পাওয়ার মধ্য দিয়ে তৈরি পোশাক শিল্পে গ্রিন কারখানার সংখ্যা দাঁড়ালো ১৮৮-এ। গ্রিন সনদ পাওয়া অনন্ত গার্মেন্টস অ্যান্ড স্পোটর্সওয়্যারের স্কোর ৮৯। ১৮৮ গ্রিন কারখানার মধ্যে প্লাটিনাম সনদ ৬৪টি, গোল্ড ১১০টি, সিলভার ১০টি ও সাধারণ সনদ রয়েছে চারটি। বিশ্বের অর্ধেকর বেশি গ্রিন কারখানা এখন বাংলাদেশে।


________________________________________________________________________

আরও পড়ুনঃ  রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর জাতিসংঘের সহায়তা : প্রধানমন্ত্রী
________________________________________________________________________

বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা টালমাটাল। বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। এমন অবস্থায় তৈরি পোশাক শিল্পেও নেতিবাচক প্রভাব নিয়ে সবাই চিন্তিত। ইতোমধ্যে কমে গেছে কার্যাদেশ। এমন সময় নতুন করে একটি গ্রিন কারখানার সনদের মধ্যে দিয়ে স্থিতিশীল উৎপাদনমুখী রফতানি তথা টেকসই শিল্প ধারাও অব্যাহত থাকলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow