খুশদিল শাহের ঝড়ে কুমিল্লার সংগ্রহ : ১৮৪ রান

বিপিএলের চট্টগ্রাম পর্বে দলের ১ম ম্যাচেই ঝড় তোলেন খুশদিল শাহ। কিন্তু বাকিদের ব্যর্থতায় সেদিন জয় পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স

Jan 19, 2023 - 16:44
 0
খুশদিল শাহের ঝড়ে কুমিল্লার সংগ্রহ  :  ১৮৪ রান
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বৃহস্পতিবার স্রেফ ২৪ বলে ৬৪ রানের টর্নেডো ইনিংস খেলেন খুশদিল। ইনিংসের স্ট্রাইক রেট ২৬৬.৬৬ সংগ্রহীত ছবি

বিপিএলের চট্টগ্রাম পর্বে দলের ১ম ম্যাচেই ঝড় তোলেন খুশদিল শাহ। কিন্তু বাকিদের ব্যর্থতায় সেদিন জয় পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই ম্যাচ পর আবারও উত্তাল পাকিস্তানি অলরাউন্ডারের ব্যাট। এই সময়ে বিধ্বংসী ব্যাটিংঢে আসরের দ্রুততম ফিফটি করে আচ্ছাদন ডমিনেটর্সের বিরুদ্ধে ম্যাচে দলকে পৌঁছে দিলেন বড় সংগ্রহে।  

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বৃহস্পতিবার স্রেফ ২৪ বলে ৬৪ রানের টর্নেডো ইনিংস খেলেন খুশদিল। ইনিংসের স্ট্রাইক রেট ২৬৬.৬৬।  তার বিস্ফোরক ইনিংসের সাথে মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ১৮৪ রানের সংগ্রহ পায় টানা ৩য় জয়ের অভিযানে নামা কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  

টস হেরে ব্যাটিংয়ে নেমে কুমিল্লা শুরুতেই ধাক্কা খায়। রানের খাতা খোলার ফেরেন তৎকালীন দুই ম্যাচের নায়ক লিটন দাস। বড় কিছুর আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারেননি ইমরুল কায়েস, জনসন চার্লসরা। মোহাম্মদ রিজওয়ান একপ্রান্ত আগলে রাখলেও রানের গতি বাড়াতে পারছিলেন না। পাঁচ নম্বরে খুশদিল নামতেই পুরোপুরি বদলে যায় ইনিংসের রঙ। 

১৪তম ওভারের প্রথম বলা হয় উইকেটে যান খুশদিল। আউট হন ১৯তম ওভারের সম্পন্ন বলে। মাঝে রিজওয়ানের সাথে ৩৬ বলে গড়েন ৮৪ রানের জুটি। যেখানে রিজওয়ানের অবদান ১২ বলা হয়ে থাকে স্রেফ ১৫ রান। বাকিটা খুশদিলের তাণ্ডব। 

দ্বিতীয় বলে রানের খাতা খোলার পর খুশদিল ১ম বাউন্ডারি মারেন ৭ম বলে। তারপর উনি বইয়ে দেন চার-ছক্কার স্রোত। আমির হামজা হোতাকের ওই ওভারে টানা তিন ছয়ের পাশাপাশি এইরকম দুই বাউন্ডারি মারেন কুমিল্লার ২৯ বছর বয়সী অলরাউন্ডার। ওভার থেকে আসে মোট ২৯ রান। 

এবারের বিপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে খরুচে ওভার এটিই। ২০১৭ সালে মোহাম্মদ সাইফ উদ্দিনের ওভার থেকে আসা ৩২ রানের রেকর্ড অবশ্য অটুট রয়ে যায়। 

পরের ওভারে মুক্তার আলির বলা হয়ে থাকে জোড়া ছক্কা মারেন খুশদিল। এক বল পর বোলার মাথার উপর দ্বারা মারেন চার। পরবর্তী ওভারে খুশদিলের ব্যাটে হ্যাটট্রিক চারের কটু স্বাদ পান তার স্বদেশি পেসার মোহাম্মদ ইমরান।  

ইমরানের ওভারে ১ম চারেই স্রেফ ১৮ বলা হয় পঞ্চাশ পূর্ণ হয় খুশদিলের। যা এবারের আসরে দ্রুততম ফিফটি। রংপুর রাইডার্সের রনি তালুকদার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে কুমিল্লার বিপক্ষেই ফিফটি করেছিলেন ১৯ বলে।  

পঞ্চাশ পেরিয়ে পরবর্তী পাঁচ বলে আরও ১৩ রান নেন খুশদিল। সমাপ্ত পর্যন্ত সৌম্য সরকারের স্লোয়ারে এলবিডব্লিউ হয়ে থামে তার ৭ চার ও ৫ ছয়ে সাজানো ইনিংস। 

তার ব্যাটিং  শেষ ৬ ওভারে অবিশ্বাস্যভাবে ৯৪ রান তোলে কুমিল্লা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow