ঈদযাত্রায় টিকিট ছাড়া রেল ভ্রমণের সুযোগ নেই: মন্ত্রী

ঈদযাত্রায় টিকিট ছাড়া ট্রেন ভ্রমণের সুযোগ নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

Apr 16, 2023 - 16:19
 0
ঈদযাত্রায় টিকিট ছাড়া রেল ভ্রমণের সুযোগ নেই: মন্ত্রী
ছবি: সংগৃহীত

রোববার (১৬ এপ্রিল) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

রেলমন্ত্রী বলেন, টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এ ছাড়া টিকিটবিহীন যাত্রীর প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে না।

ঈদযাত্রীদের যাত্রা নিরাপদ করতে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ঈদে রেলওয়ে কর্মচারীদের ছুটি দেওয়া হবে না। মানুষের ঈদযাত্রা আনন্দঘন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নূরুল ইসলাম বলেন, আশা করছি ট্রেনের শিডিউল বিপর্যয় হবে না। তবে, এক লাইনে ট্রেন চলার কারণে কোনো দুর্ঘটনা হলে শিডিউল সমস্যায় পড়ে। তারপরেও আমরা এবারের ঈদযাত্রায় মানুষকে নিরাপদে গ্রামে পৌঁছে দিতে চাই।

তিনি বলেন, প্রথমবারের মতো অনলাইনের মাধ্যমে শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। প্রতিদিন আন্তনগর ট্রেনে প্রায় ৪৫ হাজার ঈদযাত্রী ঢাকা ছাড়বেন।

উল্লেখ্য, সোমবার (১৭ এপ্রিল) থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হচ্ছে। এবার ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow