আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন অ্যারন ফিঞ্চ

সময়ের প্রবাহে যে সিদ্ধান্তকে মনে হচ্ছিল অবধারিত, সেই বাস্তবতাকে অবশেষে আলিঙ্গন করে নিলেন অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ইতি টানলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের। টেস্ট ও ওয়ানডে থেকে তিনি বিদায় নিয়েছিলেন আগেই। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের তাই এখানেই সমাপ্তি। 

Feb 7, 2023 - 13:40
 0
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন অ্যারন ফিঞ্চ
তার আন্তর্জাতিক ক্যারিয়ারের তাই এখানেই সমাপ্তি : সংগ্রহীত ছবি

সময়ের প্রবাহে যে সিদ্ধান্তকে মনে হচ্ছিল অবধারিত, সেই বাস্তবতাকে অবশেষে আলিঙ্গন করে নিলেন অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ইতি টানলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের। টেস্ট ও ওয়ানডে থেকে তিনি বিদায় নিয়েছিলেন আগেই। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের তাই এখানেই সমাপ্তি। 

টেস্ট খেলেন না, ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন গতবছর। এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকেও সরে দাঁড়ালেন অ্যারন ফিঞ্চ। দেশের জার্সি চিরতরে তুলে রাখার কথা ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার সব থেকে সফল টি-২০ ক্যাপ্টেন।

____________________________________________________

আরও পড়ুনঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
____________________________________________________

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছিলেন ফিঞ্চ। ২০ ওভারের এই ফরম্যাটে ১০৩ ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে ৭৬ ম্যাচেই নেতৃত্ব দেন দলকে। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল তার।  অবসর নিচ্ছেন দেশের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে। ৩৪.২৮ গড়ে ৩ হাজার ১২০ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।  


ফিঞ্চের অধীনেই ২০২১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু পরের বছর ঘরের মাঠে সেই শিরোপা ধরে রাখতে পারেনি। ফিঞ্চ না থাকায় টি-টোয়েন্টির জন্য নতুন অধিনায়ক খুঁজতে হবে অস্ট্রেলিয়াকে। গত সেপ্টেম্বরে ওয়ানডে ছাড়ার পর তার উত্তরসূরি হয়েছিলেন প্যাট কামিন্স। ওয়ানডের আগে ২০১৮ সালেই থেমে যায় তার টেস্ট যাত্রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow