অস্কারের ৯৫তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতল 'এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স'

এবারে অস্কারের ৯৫তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতল 'এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স'। এবারের আসরে এই কমেডি ড্রামাটির জয়জয়কার। মোট সাত ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ড্রামাটি। এছাড়া, সেরা পরিচালকের পুরস্কার জিতলেন ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট।

Mar 13, 2023 - 11:05
 0
অস্কারের ৯৫তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতল 'এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স'
সংগ্রহীত ছবি

‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ মূলত অ্যাডভেঞ্চারধর্মী। ছবিটির গল্প একজন নারীকে কেন্দ্র করে, যিনি মাল্টিভার্সের মাধ্যমে নিজের বিভিন্ন সংস্করণ খুঁজে বেড়ান।

এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার, দ্য বানশিজ অব ইনিশেরিন, এলভিস, দ্য ফ্যাবেলম্যানস, টার, টপ গান: ম্যাভেরিক, ট্রায়াঙ্গেল অব স্যাডনেস ও উইমেন টকিং।

২৪ জানুয়ারি অস্কার মনোনয়ন ঘোষণা করেন দুই অভিনয়শিল্পী রিজ আহমেদ এবং অ্যালিসন উইলিয়ামস পুরো অনুষ্ঠানটি বিশ্বব্যাপী লাইভস্ট্রিম করা হয়। এবারের অস্কারের প্রধান উপস্থাপক ছিলেন টক শো উপস্থাপক জিমি কিমেল; এটি তার তৃতীয় অস্কার উপস্থাপনা। হলিউডের সুপরিসর ডলবি থিয়েটারে আজ (সোমবার) বাংলাদেশ সময় সকাল ৭টা (যুক্তরাষ্ট্রে রবিবার প্যাসিফিক মান সময় বিকাল ৫টা, ১২ মার্চ) থেকে শুরু হয় অস্কার নামে সমধিক পরিচিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। ২০২১-এর ১ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যেসব চলচ্চিত্র থিয়েটারে বা স্ট্রিমিং মাধ্যমে মুক্তি পেয়েছে সেগুলোও এবারের অস্কারে যোগ্য বলে বিবেচিত হয়েছে।
সিনেমা জগতের সবচেয়ে অভিজাত পুরষ্কার অস্কার। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা )। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।

এদিকে এই বছরের লাল গালিচা ৬২ বছরের মধ্যে প্রথমবারের মতো লাল নয় বলে জানিয়েছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ। গালিচাটি শ্যাম্পেন-রঙের বলে জানানো হয়েছে।

কোন বিভাগে কে জয়ী

  • সেরা চলচ্চিত্র: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস
  • সেরা অভিনেত্রী: মিশেল ইয়ো (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস)
  • সেরা অভিনেতা: ব্রেনডান ফ্রেজার (দ্য হোয়েল)
  • পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী: জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ানস)
  • পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা: কে হুই কোয়ান (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ানস)
  • সেরা পরিচালক: ড্যানিয়েল শাইনার্ট ও ড্যানিয়েল কোয়ান (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ানস)
  • সেরা মৌলিক চিত্রনাট্য: এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ানস
  • সেরা রূপান্তরিত চিত্রনাট্য:  উইমেন টকিং
  • সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: গিয়েলমো ডাল টোরস পিনোকিও
  • সেরা মৌলিক গান: নাটু নাটু (আরআরআর)
  • সেরা মৌলিক সুর: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
  • সেরা সিনেমাটোগ্রাফি: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
  • সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: অ্যান আইরিশ গুডবাই
  • সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স
  • সেরা তথ্যচিত্র (স্বল্প দৈর্ঘ্য): দ্য এলিফ্যান্ট হুইসপারারস
  • সেরা ভিজ্যুয়াল ইফেক্ট: অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার
  • সেরা সম্পাদনা: এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ানস
  • সেরা কস্টিউম ডিজাইন: ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরএভার
  • সেরা শব্দ ধারণ: টপ গান: ম্যাভেরিক
  • সেরা প্রোডাকশন ডিজাইন: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
  • সেরা মেকআপ ও হেয়ারস্টাইল: দ্য হোয়েল

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow