কুমিল্লায় বিএনপির গণসমাবেশ শুরু

দীর্ঘ প্রতীক্ষার পর কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই টাউনহল মাঠ জনসমুদ্রে পরিণত হয়েছে।

Nov 26, 2022 - 12:57
 0
কুমিল্লায় বিএনপির গণসমাবেশ শুরু
সমাবেশস্থলে আগত বিএনপির নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় কোরআন তেলওয়াতের মাধ্যমে  ছোট শহর হল মাঠে এ সভা চালু হয়। বিএনপির মিডিয়া শক্তিস্তরের মেম্বার শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বেলা ১১টার পর থেকেই স্থানীয় নেতারা সমাবেশে বলার যোগ্য দিচ্ছেন। তবে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন দুপুর ২টার পর থেকে।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির মেম্বার ড. খন্দকার মোশাররফ হোসেন, বিশেষ অতিথি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

সমাবেশ সঞ্চালনা করবেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর বিএনপি সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সি ও কুমিল্লা দক্ষিণ বিএনপি সদস্যসচিব মো. জসিম উদ্দিন। এতে সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াসিন।

জানা গেছে, নির্ধারিত সময়ের  ঘণ্টা আগেই কুমিল্লার নগর হল মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখরিত সমাবেশস্থল। শনিবার সকালে  হল মাঠে গিয়ে এমন নকশা দেখা গেছে।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে কয়েকদিন আগে থেকেই ছোট শহর হল মাঠে আসতে চালু করেন বিএনপির নেতাকর্মীরা। বাকিরা শনিবার প্রভাত থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। মাঠে ঠাঁই না পেয়ে সড়কেও অবস্থান নিয়েছেন অনেকে।

এ ব্যতীত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় সকালেই নব করে কোনো মিছিল ছোট শহর হল মাঠে প্রবেশ করতে পারছেন না। উপস্থিত নেতাকর্মীরা যেটার যার অবস্থানে থেকেই স্লোগান দিচ্ছেন। কান্দিরপাড় পূবালী চত্বর, লিবার্টি মোড়, রামঘাটলায় অবস্থান নিচ্ছেন নেতাকর্মীরা।

গণসমাবেশ উপলক্ষে  হল এলাকায় ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টারে সয়লাব হয়ে গেছে। যে যাহার মতো ব্যানার, ফেস্টুন লাগিয়েছেন। দোকানপাট, আলয় ব্যানারে ছেয়ে গেছে। শনিবার সকালে কুমিল্লা টমসম ব্রিজ থেকে সমাবেশস্থল  হল মাঠ পর্যন্ত ২ কিলোমিটার লম্বা এক মিছিল দেখা গেছে। মিছিলে কুমিল্লার দক্ষিণ জেলার বিভিন্ন থানা হতে আসা নেতাকর্মীরা অংশ নেন।

এদিকে কুমিল্লার গণসমাবেশকে কেন্দ্র করে নগরের কান্দিরপাড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ছোট শহর হল মাঠ ছোট হওয়ার কারণে সড়কে লোকের পরিমান মাঠের চেয়ে বেশি। মাইক বাঁধা হয়েছে সমাবেশস্থল হতে অধিক দূরের সড়কেও।

বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ইতিমধ্যে কুমিল্লায় এসে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, টিমের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা।

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের আশ্চর্য মূল্য বৃদ্ধি, দলের পাঁচ নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালাস ও নির্দলীয় নিরাসক্ত সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপি বিভাগীয় অবস্থায় পর্যায়ক্রমে এ গণসমাবেশ করছে।

এর আগে  ১২ অক্টোবর চট্টগ্রামে প্রথম গণসমাবেশ হয়। পরে ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর এবং সিলেটে অধিবেশন হয়। আগামী ৩ ডিসেম্বর রাজশাহী ও ঢাকায় ১০ ডিসেম্বর গণসমাবেশ হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow