মির্জা ফখরুল-আব্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাসকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

Dec 9, 2022 - 18:40
Dec 13, 2022 - 16:48
 0
মির্জা ফখরুল-আব্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

শুক্রবার  (৯ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত এই আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। তারপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম।  

এ সময় আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে প্রচুর ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ।

এ ঘটনায় পল্টন উপজেলার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজানা দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow