সন্ধ্যা নামতেই ভরে গেছে রাজধানীর গোলাপবাগ মাঠ

সমাবেশের অনুমতি পাওয়ার পর থেকেই রাজধানীর গোলাপবাগ মাঠে দলে দলে আসতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। এমনকি বিকেল গড়াতেই কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে মতিঝিল এলাকার মাঠটি। সেই সঙ্গে সমাবেশস্থলে আসতে পেরে বেশ উৎফুল্লও দেখা গেছে নেতাকর্মীদের।

Dec 9, 2022 - 18:09
Dec 13, 2022 - 16:49
 0
সন্ধ্যা নামতেই ভরে গেছে রাজধানীর গোলাপবাগ মাঠ
ছবি: সংগৃহীত

নানা ঘটনার পর সর্বশেষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে সায়েদাবাদ বাসটার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে শনিবার অনুষ্ঠিত হবে বিএনপির গণসমাবেশ। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালবেলা এই সম্মতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার বিকেলে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই কথা জানান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এই জেড এম জাহিদ হোসেন।

এছাড়া শুক্রবার ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদও গণমাধ্যকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির প্রস্তাবিত দাবির পরিপ্রেক্ষিতে তাদের গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন জানান, দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশ শনিবার বেলা ১১টায় শুরু হবে। এ গণসমাবেশ হতে ১০ দফা দাবি ঘোষণা করা হবে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির এই সিনিয়র সদস্য।

ডা. এই জেড এম জাহিদ বলেন, আমাদের প্রত্যাশা ছিল কমলাপুর স্টেডিয়ামে গণসমাবেশ করব। সেখানে যেহেতু খেলা চলছে এবং কর্তৃপক্ষ আমাদের বলল ভিন্ন একটা জায়গা আপনারা বিবেচনা করতে পারেন। এর পরিপ্রেক্ষিতে আমরা গোলাপবাগ মাঠে চয়েস দিয়েছিরাম। এর পরিপ্রেক্ষিতে তারা বলেছে লিখিতভাবে জানাতে, সেটি আমরা দিয়েছি। ওই জায়গায় গণসমাবেশ করার জন্য তারা আমাদের বলেছেন। গোলাপবাগ মাঠসহ আশেপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা বিধান করবে পুলিশ।

এদিকে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতির খবর পাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে জড়ো হতে শুরু করেছেন বিএনপিসহ বিভিন্ন গাত্র এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। বিকেল পৌনে চারটার দিকে সরেজমিনে সেখানে যেয়ে দেখা যায় মাঠের এরই মধ্যে বেশকিছু বিএনপি নেতাকর্মী জড়ো হয়েছেন। তারা শনিবারের সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow