ডিসেম্বরের শেষ সপ্তাহে চালু হচ্ছে মেট্রোরেল: কর্তৃপক্ষ

আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে হবে মেট্রোরেলের

Nov 23, 2022 - 12:27
 0
ডিসেম্বরের শেষ সপ্তাহে চালু হচ্ছে মেট্রোরেল: কর্তৃপক্ষ

ডিসেম্বরের শেষ সপ্তাহে বহুল মেট্রোরেল শুরু হবে বলে জানিয়েছেন ম্যাস ট্রানজিট সংস্থা লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক। বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে মেট্রোরেলের (এমআরটি লাইন-১) ডিপো এলাকার ভূমি উন্নতি বিষয়ক এক চুক্তি  অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

প্রাথমিকভাবে উত্তরা হতে আগারগাঁও পর্যন্ত লাইনে মেট্রোরেল চলাচল করবে।

এমএএন সিদ্দিক বলেন, ‘ডিসেম্বরের সম্পন্ন সপ্তাহে মেট্রোরেল উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে প্রকল্পের সারসংক্ষেপ পাঠিয়েছি।

মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রণালয়ের সময় বিবেচনা করে প্রয়োজনীয় পরিকল্পনা নিতে বলেছে। ’

এর প্রথমে সেপ্টেম্বরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, বিজয়ের মাসের মধ্যে ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি লাইন-৬ এর উদ্বোধন করবেন।

এদিকে, মেট্রোরেলের (এমআরটি লাইন-১) ডিপো এলাকার জমি উন্নয়নে যৌথভাবে কাজ করা ঠিকাদারি ইন্সটিটিউট জাপানের টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও দেশীয় ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সাথে চুক্তি অটোগ্রাফ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট সংস্থা লিমিটেড (ডিএমটিসিএল)।

কন্ট্রাক্ট প্যাকেজ-১-এর আওতায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পিতলগঞ্জ মৌজায় ৮৮.৭১ একর এলাকার জমি উন্নতি করা হবে। এই ভূমির চুক্তির প্রাইস ধরা হয়ে গিয়েছে ৬০৭ কোটি ৬৫ লাখ টাকা।

ঢাকার প্রথম মেট্রোরেলে ভ্রমণে মিনিমাম ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। আর উত্তরা হতে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণের জন্য  হবে ১০০ টাকা। প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে পাঁচ টাকা।

মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের রেসপন্সিবিলিটিতে আছে আবরণ ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। কোম্পানি সূত্র জানিয়েছে, সাপ্তাহিক, মাসিক, ঘরোয়া কার্ড প্রথমে থেকে কিনতে হবে। মেট্রোরেলের প্রতিটি স্টেশনে থাকা মেশিনেও কার্ড রিচার্জ করা যাবে। প্ল্যাটফর্মে প্রবেশের টাইম যাত্রীদের কার্ড পাঞ্চ করতে হবে, তা না হলে দরজা খুলবে না। তারপর নেমে যাওয়ার টাইম আবার কার্ড পাঞ্চ করতে হবে, তা না হলে যাত্রী বের হতে পারবেন না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow