‘জায়েদের দোষ প্রমাণিত হলে বিজয়ী হতে পারেন নিপুণ’

Nov 23, 2022 - 12:35
 0
‘জায়েদের দোষ প্রমাণিত হলে বিজয়ী হতে পারেন নিপুণ’
জায়েদের নামে আমিও ১০০ মামলা করব : নিপুণ

‘নোট দ্বারা ভোট কেনা’র অভিযোগে প্রার্থিতা বাদ হতে পারে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের।

আর এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে ইলেকশনের আবেদন বোর্ডকে নির্দেশনা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। বিষয়টি আগামী শনিবার (৫ ফেব্রুয়ারি) চূড়ান্ত হবে।

এ ব্যতীত মিশা-জায়েদ প্যানেল হতে নির্বাচিত কার্যকরী পরিষদের মেম্বার চুন্নুর পদটিও বাদ হওয়ার আশঙ্কা রয়েছে।

 

জানা যায়, তাদের দুজনের প্রার্থিতা বাতিলের জন্য আবেদন বোর্ডে আপিল করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ।

এরপর বোর্ড নির্দেশনা চেয়ে চিঠি পাঠায় সমাজকল্যাণ মন্ত্রণালয় বরাবর। পরে মন্ত্রণালয় দু'পক্ষের কথা শুনে ও অবস্থা পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দেয় আবেদন বোর্ডকে।

শিল্পী সভা নির্বাচনে অ্যাপ্লাই বোর্ডের প্রধান পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, ‘আগামী শনিবার (৫ ফেব্রুয়ারি) এ ব্যাপারে আমাদের সমিতি হবে। সেখানে আমরা অভিযোগকারী এবং যাদের বিপক্ষে নালিশ আনা হয়ে গিয়েছে তাদেরকে ডাকব। তাদের দুই পক্ষের কথা শুনে আলোচনা করে অতঃপর তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত দেবো। এমনও থেকে পারে যদি দেখি ত্রুটি প্রুফড হয়ে যায় তাহলে আমরা পরাজিত প্রার্থীকে জয়লাভকারী করবো। আমরা শুধুমাত্র আমাদের পর্যবেক্ষণ মন্ত্রণালয়ে পাঠাব। বাকিটা তারা জানাবে। ’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow