নয়া পল্টনে সংঘর্ষ, নিহত ১

ঢাকার নয়া পল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষের মধ্যে আহত একজন হাসপাতালে মারা গেছেন।

Dec 7, 2022 - 17:09
Dec 13, 2022 - 16:59
 0
নয়া পল্টনে সংঘর্ষ, নিহত ১
নয়া পল্টনে সংঘর্ষ, নিহত ১

রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মকবুল হোসেন (৪০) নামে দলটির এক কর্মীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বুধবার বিকাল ৩টার দিকে সংঘর্ষের পর তাকে গুরুতর আহত পরিস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মকবুল হোসেন নামে একজনের মৃত্যুর খবর ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনের রাস্তা অফ করে বসে আছে। তাদের রাস্তা থেকে সরতে বলা হলে তর্কাতর্কি হয়। পরে বেলা আড়াইটার দিকে পুলিশ তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে হতে সরিয়ে দিতে গেলে দুই পক্ষের ভিতরে সংঘর্ষ বাধে।

এসময় পুলিশ টিয়ারসেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে। বিএনপি সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনের নানারকম গলিতে অবস্থান নিলেও সমাপ্ত খোজ-খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।

এদিকে নয়াপল্টন এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। বিকাল ৪টা ৮ মিনিটে কাকরাইল নাইটিঙ্গেল মোড়ে তাৎক্ষণিক এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা জানান।

এর আগে বেলা ১২টা হতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে শত-শত পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা যায়। এরপরেই কার্যালয়ের সামনে পুলিশের প্রিজন ভ্যান ও জলকামান আনা হয়।

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের ঠাঁই নিয়ে এক সপ্তাহ ধরেই রাজনৈতিক অঙ্গনে উত্তাপ চলছে। বিএনপি বলছে, তারা এই সমাবেশ নয়াপল্টনেই করবে। কিন্তু ঢাকা মহানগর পুলিশ বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে।

তবে বিএনপি সেহারাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে না বলে জানিয়ে দিয়েছে। বিকল্প ভেন্যু হিসেবে তারা রাজধানীর আরামবাগে এই সমাবেশ করতে চায়। কিন্তু পুলিশের পক্ষ হতে সেটিও না করে দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow