অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

একটি মহল নানারকম গুজব ও ভয়ভীতি ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে উল্লেখ করে- এতে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশের শান্তিপূর্ণ অগ্রগতি অনেকের পছন্দ হচ্ছে না। তাই তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। এতে বিচলিত হওয়ার কিছু নেই।

Dec 5, 2022 - 17:01
Dec 13, 2022 - 16:54
 0
অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
ছবি: সংগৃহীত

অর্থনীতি নিয়ে ১টি মহলের অপপ্রচারে দেশের মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অর্থনীতি এখনো স্থিতিশীল অবস্থায় আছে বলেও জানান তিনি।

আজ সোমবার (৫ ডিসেম্বর) ঢাকার মিরপুর সেনানিবাসের ডিএসসিএসসি শেখ হাসিনা কমপ্লেক্সে ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২’ ও ‘আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০০’-এর গ্রাজুয়েশন সেরিমনিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমি জানি, কিছু কথা ব্যাপকভাবে প্রচার হলো নানাভাবেই, অনেকে বিভ্রান্ত হতে পারেন। সেখানে আমি বলব যে, বিভ্রান্ত হবার মতো কতিপয় নেই। একটা কথা মনে রাখার জন্য হবে, বাংলাদেশের এটা হচ্ছে দুর্ভাগ্য যে, যখনই একটা শান্তিপূর্ণ পরিবেশে দেশটা অগ্রগতির দিকে এগিয়ে যায় সকলের কাছে তা পছন্দ হয় না। এটি হচ্ছে বাস্তব।’

আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে দেশের প্রবৃদ্ধি ৮ ভাগ পর্যন্ত উন্নীত করা সম্ভব হয়েছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘কভিড-১৯ সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা প্রস্তুত করেছে। তার ওপর আবার মরার ওপর খাড়ার ঘা এসেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যুদ্ধের সঙ্গে আবার স্যাংশন (নিষেধাজ্ঞা), পাল্টা স্যাংশন। যার ফলে আজকে আন্তর্জাতিকভাবে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিকভাবে উন্নত দেশগুলো বা ধনী দেশগুলো আপনারা জানেন যে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, তারা হিমশিম খাচ্ছে। তারা বিদ্যুৎ, জ্বালানি সাশ্রয়ে ব্যবস্থা নিচ্ছে, খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, রিজার্ভ  যাচ্ছে। সেই অবস্থায় আমি বলতে পারি যে, বাংলাদেশকে এখনো স্থিতিশীল অবস্থায় রাখতে আমরা সক্ষম হয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, নানা কথা বলে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা একটা মহল করে যাচ্ছে। সেখানে আমি আপনাদের এটুকু বলতে পারি, যখন আমি সরকার গঠন করেছিলাম ৯৬ সালে, তখন আমি রিজার্ভ পেয়েছিলাম মাত্র ২.৫ বিলিয়ন ডলার। দ্বিতীয়বার যখন  গঠন করি ২০০৯-এ, তখন পেয়েছি মাত্র ৫ বিলিয়ন ডলার। আমরা সেই ৫ বিলিয়নকে ৪৮ বিলিয়নে উন্নীত করতে সক্ষম হয়েছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow