১০ দফা দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ।

সমাবেশে সংগঠনটির বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, 'আজকের মধ্যে আমাদের ১০ দফা দাবি আদায় না হলে রাত ১২টা থেকে লাগাতার কর্মবিরতি পালন করবে সারা দেশের নৌযান শ্রমিকরা।'

Nov 27, 2022 - 12:58
 0
১০ দফা দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি  ।
১০ দফা দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ।

মালবাহী এবং যাত্রীবাহী সকল ধরনের নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকাসহ ১০ দফা দাবিতে সারা দেশে লাগাতার কর্মবিরতি পালন করছে নৌযান ওয়ার্রকার ফেডারেশন। রোববার (২৭ নভেম্বর) ভোর থেকে রাষ্ট্রের সবকটি নৌবন্দরে একই কর্মসূচি পালন করছে তারা। 

সমাবেশে সংগঠনটির বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, 'আজকের ভিতরে আমাদের ১০ দফা দাবি আদায় না হলে রাত ১২টা ১ মিনিট  হতে লাগাতার কর্মবিরতি পালন করবে সারা দেশের নৌযান শ্রমিকরা।'

সমাবেশে সংগঠনটির বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, 'আজকের মধ্যে আমাদের ১০ দফা দাবি আদায় না হলে রাত ১২টা থেকে লাগাতার কর্মবিরতি পালন করবে সারা দেশের নৌযান শ্রমিকরা।'

এ ব্যতীতও তিনি আরও বলেন  দুর্ঘটনা এবং কর্মস্থলে মৃত্যুজনিত  ১০ লাখ টাকা নির্ধারণ করতে হবে। চট্টগ্রাম হতে পাইপ লাইনের দ্বারা জ্বালানি তেল সরবরাহে দেশের স্বার্থবিরোধী প্রকল্প বাস্তবায়নে চলমান কার্যক্রম বন্ধের দাবি জানাচ্ছি। এছাড়া বালুবাহী বাল্কহেড এবং ড্রেজারের রাত্রীকালীন চলাচলের ওপরে ঢালাও নিষেধাজ্ঞা শিথিল, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি এবং ডাকাতি বন্ধ, ভারতগামী শ্রমিকদের লান্ডিং পাস প্রদানসহ ভারতীয় সীমান্তে সব প্রকারভেদ হয়রানি বন্ধ করতে হবে বক্তব্য শেষে তিনি তাদের ১০ দফা দাবি তুওলে ধরেন  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow