ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৪১০

সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও তিন জনের মৃত্যু হয়েছে | এই নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মারা গেলেন সর্বমোট ২৫৭ জন

Dec 4, 2022 - 18:25
 0
ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৪১০
সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও তিন জনের মৃত্যু হয়েছে

সারা দেশে  ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মারা গেলেন সর্বমোট ২৫৭ জন অন্যদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে হাসপাতালে অ্যাডমিট হয়েছেন ৪১০ জন। সম্প্রতি দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৪৬৩ জন।

রোববার (৪ ডিসেম্বর) সারা দেশের অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য  হয়েছে।

প্রতিবেদনে  হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে অ্যাডমিট হয়েছেন ২০৮ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০২ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে অ্যাডমিট আছেন ৮৪১ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে অ্যাডমিট আছেন ৬২২ জন।

১ জানুয়ারি থেকে ৪ ডি‌সেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‌মোট ৫৮ হাজার ৮৩১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৬ হাজার ৮৯৯ জন।  এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর পরিমান ৩৬ হাজার ২২০ জন এবং ঢাকার বাইরে ২০ হাজার ৬৭৯ জন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow