৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ?

Dec 1, 2022 - 18:13
Dec 13, 2022 - 16:53
 0
৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ?
ছবি: সংগৃহীত

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ক্যাডারে ২ হাজার ৩০৯ ও নন ক্যাডারে ১ হাজার ২২টি উজাড় পদের অপরদিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর থেকে এই নিয়োগের আবেদন শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বুধবার পিএসসির ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে ২৬টি ক্যাডারে মোট ২ হাজার ৩০৯ জনবল নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে। এর ভিতরে সবচেয়ে অধিক নিয়োগ দেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে নিয়োগ পাবেন ৫৩৯ চিকিৎসক। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪৫০ ও ডেন্টাল সার্জন পদে ৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
এছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, আনসারে ২৫, কর ক্যাডারে ৩০ এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেয়া হবে।

এছাড়া নন ক্যাডারে মোট ১ হাজার ২২ জনবল নিয়োগ দেয়া হবে। এর ভিতরে নবম গ্রেডে ৫০৫ জন, দশম গ্রেডে ৬০ জন, ১১ এবং ১২তম গ্রেডে ৪৫৭ জনকে নিয়োগ দেয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা হতে ইন্টারনেটে আবেদন প্রক্রিয়া আরম্ভ হবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত ইন্টারনেটে আবেদন করা ও আবেদন ফি জমা দেয়া যাবে।

শিক্ষার  খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow