২৬ দিনে ৫৫ জনের ফাঁসি কার্যকর করে ইরান

নতুন বছরের প্রথম মাসেই এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান প্রশাসন। ইরান নিয়ে কাজ করা নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘আইএইচআর’ এ তথ্য জানিয়েছে।

Jan 29, 2023 - 12:41
 0
২৬ দিনে ৫৫ জনের ফাঁসি কার্যকর করে ইরান
আইএইচআর বলেছে, এই বছরের প্রথম ২৬ দিনে অন্তত ৫৫টি মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে ইরান : সংগ্রহীত ছবি

নতুন বছরের প্রথম মাসেই এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান প্রশাসন। ইরান নিয়ে কাজ করা নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘আইএইচআর’ এ তথ্য জানিয়েছে।
 

আইএইচআর বলেছে, এই বছরের প্রথম ২৬ দিনে অন্তত ৫৫টি মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে ইরান।

আন্তর্জাতিক

  • এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, সরকারবিরোধী আন্দোলনে জড়িত থাকার দায়ে সম্প্রতি ইরানে তিন যুবকের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। যাদের মধ্যে একজনের বয়স মাত্র ১৮।
  • আইএইচআর জানায়, এখনও ১০৭ জন আন্দোলনকারী ফাঁসিতে ঝোলার হুমকিতে রয়েছেন। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ অপরাধের অভিযোগ আনা হয়েছে। আইএইচআর-এর পরিচালক মাহমুদ আমিরি মোঘদ্দাম বলেন, ‘আন্দোলনকারীদের ভয় দেখাতে মৃত্যুদণ্ড কার্যকরের পরিমাণ বাড়িয়ে দিয়েছে ইরান সরকার। কোনো ফাঁসি বরদাস্ত করা হবে না, তা সে রাজনৈতিক হোক বা অরাজনৈতিক।’

আরও পড়ুনঃ আবারও মাঠের লড়াইয়ে ফিরছেন আফ্রিদি

আইএইচআরের ডিরেক্টর মাহমুদ আমিরি মোঘাদ্দাম বলেন, ‘সরকারের পক্ষ থেকে কার্যকর করা মৃত্যুদণ্ডগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। ...মূলত মানুষের মনে ভয় সৃষ্টি করতেই এসব করা হচ্ছে। ’

সংস্থাটি দাবি করেছে, আন্তর্জাতিক স্তরে বিষয়টি নিয়ে তেমন কড়া প্রতিক্রিয়া না দেখা যাওয়ায় ‘প্রশাসনের সাহস আরও বাড়ছে’।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow