মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী, টিকিট কাটবেন উত্তরা স্টেশনে

Dec 27, 2022 - 17:33
 0
মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী, টিকিট কাটবেন উত্তরা স্টেশনে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুধবার উদ্বোধন হতে যাওয়া মেট্রোরেলের প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উত্তরা স্টেশন থেকে টিকেট কেটে মেট্রোরেলে চড়ে আগারগাঁও স্টেশনে নামবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল লাইন-৬ এর ‘উত্তরা হতে আগারগাঁও’ অংশের উদ্বোধন উপলক্ষে এক খবর সম্মেলনে তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘উদ্বোধনী প্রোগ্রাম হবে বুধবার বেলা ১১টায় উত্তরা ১৫ সেক্টরের সি/এ এর মাঠে। পদ্মা সেতু উদ্বোধনের আদলে হওয়া প্রোগ্রামে আয়োজন হবে ১টি সুধী সমাবেশের।’

আরও পড়ুনঃ বাংলাদেশে তুরস্কের বৃহত্তর বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

ওবায়দুল কাদের এইরকম জানান, সকাল ১১টা ২৫ মিনিটে সুধী সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বক্তব্য দেবেন জাপানের রাষ্ট্রদূত। তবে নিরাপত্তার স্বার্থে উদ্বোধনী অনুষ্ঠানে কোনো আতশবাজির ব্যবস্থা থাকবে না বলেও জানান মন্ত্রী।

সেতুমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সবুজ নিশান উড়িয়ে ও ফিতা কেটে মেট্রোরেলের উদ্বোধন করবেন। এরপর উনি উত্তরা জবাব স্টেশন থেকে উঠে আগারগাঁও স্টেশনে এসে নামবেন।

তিনি এইরকম জানান, লাইন-৬ এর ২১ দশমিক ২৬ কিলোমিটারের জন্য  হয়েছে প্রায় ৩১ হাজার ৪৭২ কোটি টাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow