বিশ্ব ইজতেমার কারণে ছুটির দিনেও মেট্রোরেলে ভিড়

উদ্বোধনের পর থেকে ছুটির দিনগুলোতেই মেট্রোরেলে নগরবাসীর অধিক ভিড় দেখা যাচ্ছে। একইসঙ্গে বিশ্ব ইজতেমার কারণে দেখা দিয়েছে পরিবহন সংকট

Jan 21, 2023 - 11:33
 0
বিশ্ব ইজতেমার কারণে ছুটির দিনেও মেট্রোরেলে ভিড়
শনিবার (২১ জানুয়ারি) সরেজমিনে আগারগাঁও স্টেশনে গিয়ে দেখা যায়, মেট্রোরেল চালুর সময় সকাল সাড়ে আটটার আগেই যাত্রীরা ভিড় জমাতে চালু করেছেনঃ সংগ্রহীত ছবি

উদ্বোধনের পর থেকে ছুটির দিনগুলোতেই মেট্রোরেলে নগরবাসীর অধিক ভিড় দেখা যাচ্ছে। একইসঙ্গে বিশ্ব ইজতেমার কারণে দেখা দিয়েছে পরিবহন সংকট।সে কারণে ভিড় এইরকম বেড়েছে।


শনিবার (২১ জানুয়ারি) সরেজমিনে আগারগাঁও স্টেশনে গিয়ে দেখা যায়, মেট্রোরেল চালুর সময় সকাল সাড়ে আটটার আগেই যাত্রীরা ভিড় জমাতে চালু করেছেন।

আরও পড়ুনঃ  বিশ্ব ইজতেমার জন্য প্রধানমন্ত্রীর স্কাউটের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

এদিকে মহানগরী ঢাকার যাত্রীদের মধ্যে অভ্যস্ততাও বেড়েছে মেট্রোরেলে চলাচলে। ফলে স্টেশনে ঢুকতে পক্ষান্তরে বের হতে সময় লাগছে না যাত্রীদের। কিন্তু যারা এখনও অভ্যস্ত নয় তাদের মেট্রোরেল কর্মীরা সাহায্য করছেন।মেট্রোরেলের এক সহযোগী বাংলানিউজকে বলেন, যাত্রীদের অধুনা তেমন প্রবলেম হচ্ছে না। বেশিরভাগ যাত্রীই বুঝে গিয়েছেন কীভাবে মেট্রোরেলে চড়তে হবে। কিন্তু কিছুসংখ্যক যাত্রী রয়েছেন যাদের এখনো সমস্যা হচ্ছে, তবে তাদের আমরা সাহায্য করি।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিস হিপকিনস

মেট্রোরেল প্ল্যাটফর্ম ঘুরে দেখা  যায়, যাত্রীরা মেশিনে এবং হাতে হাতে টিকেট কাটছিলেন। এরমধ্যে অনেক যাত্রী প্রথমবারের মতো মেট্রোরেলে চড়ার স্বাদ নিতেও এসেছেন।

প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরদিন হতে চালু হয়ে যায় মেট্রোরেলে যাত্রী চলাচল। তখন থেকেই বাহন কেবল আগারগাঁ-উত্তরার দিয়াবাড়ী স্টেশনের ভিতরে চলাচল করছে। মাঝের কোনো স্টেশনে থামছে না। আগামী ২৫ জানুয়ারি হতে পল্লবী স্টেশনে যাত্রাবিরতি দেবে মেট্রোরেল।

মেট্রোরেলের অন্য স্টেশনগুলো খুলে দেওয়া প্রসঙ্গে  ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেন, লোকবল নিয়োগের কাজ পুরোদমে চলছে। এরপর আগামী ২৬ মার্চের মধ্যে মেট্রোরেলের আগারগাঁও-উত্তরা অংশের প্রতিটি স্টেশন খুলে দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow