বাফটায় রেকর্ড গড়ল জার্মান এই ছবি

‘বাফটা অ্যাওয়ার্ড’-এ জার্মান ছবি ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’-এর জয়জয়কার। রবিবার (১৯ ফেব্রুয়ারি) লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই নতুন রেকর্ড গড়ল এই ছবি। খবর এবিপি লাইভের।

Feb 20, 2023 - 17:58
 0
বাফটায় রেকর্ড গড়ল জার্মান এই ছবি
সংগ্রহীত ছবি

‘বাফটা অ্যাওয়ার্ড’-এ জার্মান ছবি ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’-এর জয়জয়কার। রবিবার (১৯ ফেব্রুয়ারি) লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই নতুন রেকর্ড গড়ল এই ছবি। খবর এবিপি লাইভের।


৭৬তম ‘বাফটা অ্যাওয়ার্ডস’-এ বিভিন্ন বিভাগে ‘নন ইংলিশ ফিল্ম’ হিসেবে সাতটি পুরস্কার জিতল ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ ছবিটি। সেরা পরিচালক, সেরা ছবি, অ-ইংরেজি সেরা ছবির তকমা পেল এই সিনেমা।

ইংরেজি ভাষায় তৈরি না হওয়া ছবি হিসেবে এই প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ছবি নতুন রেকর্ড গড়েছে। এর আগে ‘নন ইংলিশ’ ছবি হিসেবে রেকর্ড গড়েছিল ১৯৮৮ সালের ছবি ‘সিনেমা প্যারাডিসো’ যা মোট পাঁচটি বাফটা পুরস্কার পেয়েছিল।

জার্মান লেখক এরিখ মারিয়া রোমার্কের ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন এডওয়ার্ড বারগার। বাফটার এবারের আসরে ১৪ বিভাগের মনোনয়ন পেয়েছিল সিনেমাটি। গত বছর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সবচেয়ে বড় বাজেটের জার্মান সিনেমা এটি। গত বছর সিনেমাটি মুক্তির পরপরই বিশ্বজুড়ে আলোচিত হয়েছে।

পুরস্কারের তালিকা
সেরা সিনেমা
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা ব্রিটিশ সিনেমা : দ্য বানশিজ অব ইনিশেরিন
সেরা নবাগত ব্রিটিশ নির্মাতা, প্রযোজক ও লেখক : শারলেট ওয়েলস
সেরা অ-ইংরেজিভাষী সিনেমা : অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা তথ্যচিত্র : নাভালনি
সেরা অ্যানিমেটেড সিনেমা : গিয়েরমো ডেল টরো’স পিনোকিও
সেরা পরিচালক : এডওয়ার্ড বারগার (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)
সেরা মৌলিক চিত্রনাট্য : মার্টিন ম্যাকডোনা (দ্য বানশিজ অব ইনিশেরিন)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য : এডওয়ার্ড বারগার, ইয়ান স্টোকল ও লেসলি পিটারসন (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)
সেরা অভিনেতা : অস্টিন বাটলার (এলভিস)
সেরা অভিনেত্রী : কেট ব্লানচেট (টার)
সেরা পার্শ্ব অভিনেতা : ব্যারি কিয়োন (দ্য বানশিজ অব ইনিশেরিন)
সেরা পার্শ্ব অভিনেত্রী : ক্যারি কনডন (দ্য বানশিজ অব ইনিশেরিন)
সেরা অরিজিনাল স্কোর : ভলকার বেটিলমান (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)
সেরা কাস্টিং : নিকি বারেট ও ডেনিস চেমিয়েন (এলভিস)
সেরা চিত্রগ্রহণ : জেমস ফ্রেন্ড (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)
সেরা সম্পাদনা : পল রজার (এভরিথিং এভরিহোয়্যার অল এ ওয়ান্স)
সেরা প্রডাকশন ডিজাইন  : ফ্লোরেন্সিয়া মার্টিন ও আন্থনি কারালিনো (ব্যাবিলন)
সেরা পোশাক নকশা : ক্যাথেরিন মার্টিন (এলভিস)
সেরা সাজসজ্জা : শেন থমাস, লুইস কোস্টন, মার্ক ক্যুলিয়ার ও ব্যারি গোয়ার (এলভিস)
সেরা শব্দগ্রহণ : লারস জিনজেল, ফ্র্যাঙ্ক ক্রুস, ভিক্টর প্রাসিল ও মারকুস স্টেমার (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)
সেরা ভিজ্যুয়াল এফেক্টস : রিচার্ড বানেহাম, ড্যানিয়েল বারেট, জো লেটারি ও এরিক সাইডন (অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার)
সেরা ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেশন সিনেমা : দ্য বয়, ট্য মল, দ্য ফক্স অ্যান্ড দ্য হরস
সেরা ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্যের সিনেমা : অ্যান আইরিশ গুডবাই
উদীয়মান তারকা
এমা ম্যাকি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow