বঙ্গোপসাগরে ডাকাতি, ৪ জন জীবিত উদ্ধার, ৫ জনের লাশ সাগরে

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে গত শুক্রবার ‘এফবি ভাই-ভাই’ ট্রলারে ডাকাতির শিকার হওয়া নিখোঁজ ৯ জেলের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ৫ জনের মরদেহ সাগরে ভাসিয়ে দিয়েছে বলে জানিয়েছেন উদ্ধার হওয়া জেলেরা।

Feb 20, 2023 - 16:03
 0
বঙ্গোপসাগরে ডাকাতি, ৪ জন জীবিত উদ্ধার, ৫ জনের লাশ সাগরে
সংগ্রহীত ছবি

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে গত শুক্রবার ‘এফবি ভাই-ভাই’ ট্রলারে ডাকাতির শিকার হওয়া নিখোঁজ ৯ জেলের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ৫ জনের মরদেহ সাগরে ভাসিয়ে দিয়েছে বলে জানিয়েছেন উদ্ধার হওয়া জেলেরা।


সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। এর আগে রোববার দিবাগত রাত দেড়টার দিকে এফবি মা মরিয়ম নামের একটি ট্রলার তাদেরকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন বরগুনা সদরের নলী মরখালী এলাকার শফিকুল ইসলাম (৪৭), শফিকুল মাঝি (৪৭), তালতলী উপজেলার চামুপাড়ার ইয়াসিন জোমাদ্দার (৪০) ও আব্দুল হাই (৩৭)।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত জেলেদের নাম জানা যায়নি। তবে ফিরে আসা জেলেরা জানান, অন্যরা তাদের সামনেই মৃত্যুবরণ করেছেন।


জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে ৪ জেলেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত হয়ে কোস্টগার্ডকে নিয়ে বঙ্গোপসাগর থেকে ‘এফবি মা মরিয়ম’ ট্রলার থেকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এদের মধ্যে আব্দুল আলীমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাথরঘাটা উপজেলা

  • পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক মুস্তাফিজুর রহমান তুহিন জানান, ৪ জনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে আব্দুল হাই নামে এক জেলেকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।  পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার বলেন, জেলেদের উদ্ধারের ব্যাপারটি ডিসি স্যারকে জানানো হয়েছে। তাদের চিকিৎসার ব্যাপারটি উপজেলা প্রশাসন দেখছে। তাদের জন্য শুকনো খাবার ও গরম কম্বল দেয়া হবে। কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার এম মেহেদী হাসান জানান, বঙ্গোপসাগরে দস্যুদের হামলায় নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চলছে। তাদের চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব দিকে পায়রা বন্দর থেকে পশ্চিমে বয়া এলাকায় একটি ট্রলারে দস্যুরা হামলা করে। এ সময় নয় জেলেকে আটকে রেখে তারা ট্রলারের মালামাল লুট করে নিয়ে যায়। পরে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow