ময়মনসিংহ সিটিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগর ভবন প্রাঙ্গণে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

Feb 20, 2023 - 16:08
 0
ময়মনসিংহ সিটিতে  ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগর ভবন প্রাঙ্গণে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সংগ্রহীত ছবি

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগর ভবন প্রাঙ্গণে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিটি কর্পোরেশনের ৫টি স্থায়ী ও ৩০১টি অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩৪১ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী ৫৭ হাজার ১২১ জন শিশুকে একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের। 

ক্যাম্পেইন উদ্বোধনকালে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান প্রতিটি মানুষ নিরাপদ থাকুক। সে লক্ষ্যকে সামনে রেখে প্রতিবছর এ ক্যম্পেইন করা হয়। এবার সিটি করপোরেশনের প্রায় ৬৬ শিশুকে এবার ভিটামিন এ খাওয়ানো হবে। এরই মধ্যে সব ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করতে পেরেছে সিটি করপোরেশন। এ অর্জন এবারও অব্যাহত থাকবে।

উদ্বোধনকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন, ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ ও স্বাস্থ্য বিভাগসহ অন্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow