পদযাত্রা কর্মসূচি স্থগিত করল বিএনপি

তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পের ঘটনায় শোক জানাতে বিএনপি রাজধানীতে তাদের আজকের নির্ধারিত পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে। গোপীবাগ থেকে প্রেসক্লাব পর্যন্ত এই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Feb 9, 2023 - 11:37
Feb 9, 2023 - 13:15
 0
পদযাত্রা কর্মসূচি স্থগিত করল বিএনপি
সংগ্রহীত ছবি

তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পের ঘটনায় শোক জানাতে বিএনপি রাজধানীতে তাদের আজকের নির্ধারিত পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে। গোপীবাগ থেকে প্রেসক্লাব পর্যন্ত এই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গতকাল বুধবার মধ্যরাতে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত হয়। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সাইদুর রহমান মিন্টু।

বিএনপি

  • দিদার জানান, তুরস্ক ও সিরিয়ায় মানুষের প্রতি সমবেদনা জানিয়ে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৯ ফেব্রুয়ারির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত গণ-পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শক্রমে আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। গণ-পদযাত্রা কর্মসূচির পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্ত লাগোয়া গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭.৯ কিলোমিটার নিচে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

সর্বশেষ তথ্য অনুযায়ী এ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। আজ সকাল পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩৯১ জন এবং সিরিয়ায় ২ হাজার ৯৯২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে সব মিলিয়ে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৩ জনে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow