৩-১ গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল : ম্যানইউ

পঞ্চম রাউন্ডের ম্যাচে ওয়েস্ট হাম ইউনাইটেডও ৩-১ গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এতে লিগ কাপের পর আরেকটি শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছে গেছে রেড ডেভিলসরা।

Mar 2, 2023 - 11:47
 0
৩-১ গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল : ম্যানইউ
সংগ্রহীত ছবি

পঞ্চম রাউন্ডের ম্যাচে ওয়েস্ট হাম ইউনাইটেডও ৩-১ গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এতে লিগ কাপের পর আরেকটি শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছে গেছে রেড ডেভিলসরা।

এরিক টেন হাগের অধীনে সময়টা বেশ ভালো যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ ১০ ম্যাচের ৮ জয়ের পাশাপাশি ২ ড্র। তাই বেশ ফুরফুরে মেজাজেই এফএ কাপে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামে রেড ডেভিলরা।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫৪ মিনিটে সাঈদ বেনরামার গোলে এগিয়ে যায় ওয়েস্ট হাম। কাসেমিরোর গোলে ম্যাচে সমতায় ফেরার সুযোগ এসেছিল ম্যানইউর সামনে। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)।

গত ২২ বারের সফরে ওল্ড ট্র্যাফোর্ডে মাত্র একটি জেতা ওয়েস্ট হ্যাম ম্যানইউর ডিফেন্ডিংয়ের ভুলের সুযোগ আদায় করে নেয় ভালোভাবে। বাঁ প্রান্তের টাচলাইনে বল নিয়ে খেলছিলেন টমাস সোসেক। থ্রো ইন হয়েছে ভেবে ম্যানইউর খেলোয়াড়রা আপিল করেন। সুযোগ বুঝে সোসেক পাস দেন বেনরাহমাকে, উঁচু শটে ডেভিড ডি গিয়াকে পরাস্ত করেন তিনি।

কিছুক্ষণ পরেই সমতা ফেরানোর উদযাপন করেছিলেন ম্যানইউর খেলোয়াড়রা। ব্রুনো ফের্নান্দেসের ফ্রি কিক থেকে কাসেমিরোর হেড জালে জড়ায়। কিন্তু ভিএআরে ব্রাজিলিয়ানের অফসাইড হয়।

ম্যাচ শেষে গারনাচোর প্রশংসা করে রেড ডেভিলদের কোচ এরিক টেন হাগ বলেছেন, ‘সাহসী থাকাটা অবশ্যই দক্ষতার। খুব কম খেলোয়াড়ই আছে যারা প্রতিপক্ষকে ইচ্ছামতো ড্রিবল করতে পারে। এর বাইরেও ফিনিশ করাটা তার বড় দক্ষতা। আর ৯০ কিংবা ১২০ মিনিট দৌড়ে খেলতে পারে।’

এদিকে এফএ কাপে পঞ্চম রাউন্ডের অপর ম্যাচে টটেনহাম হটস্পারকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠেছে শেফিল্ড ইউনাইটেড। ঘরের মাঠে টটেনহামকে ১-০ গোলে হারায় তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow