দেশব্যাপী বিএনপির মিছিল-সমাবেশ কর্মসূচি আজ

সোমবার (১৬ জানুয়ারি) দেশের সব মহানগর এবং উপজেলায় সমাবেশ ও মিছিল করবে বিএনপি

Jan 16, 2023 - 11:47
 0
দেশব্যাপী বিএনপির  মিছিল-সমাবেশ কর্মসূচি আজ
বিএনপি নেতারা জানান, আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে প্রথমে সমিতি হবে : সংগ্রহীত ছবি

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং পূর্বঘোষিত ১০ দফা দাবি আদায়ে আজ সোমবার (১৬ জানুয়ারি) দেশের সব মহানগর এবং উপজেলায় সমাবেশ ও মিছিল করবে বিএনপি। এটি  পতনে বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি। মহানগর ও উপজেলায় শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালনে নেতাকর্মীদের বার্তা দিয়েছে দলটি।

আরও পড়ুনঃ আফগান নারী সাবেক আইনপ্রণেতাকে নিজ বাড়িতে গুলি করে হত্যা

একই সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সাত দলের গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১২ দলের জাতীয়তাবাদী সমমনা জোট, চারদলীয় বাম গণতান্ত্রিক ঐক্য, এলডিপি এবং গণফোরাম (মন্টু) এই কর্মসূচি পালন করবে।

তবে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি দেয়নি। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলটি গত শনিবার (১৪ জানুয়ারি) রাষ্ট্রের মহানগর ও জেলায় বিক্ষোভ মিছিল করেছে।

আরও পড়ুনঃ আজ প্রধানমন্ত্রী আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন

এদিকে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো চলমান আন্দোলন জোরালো করার কথা ভাবছে। তার আগে যৌথ রূপরেখা ঘোষণা করা হবে। এ নিয়ে দলগুলোর লিয়াজোঁ  কাজ করছে। গতকাল রোববার সন্ধ্যায় বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা বিষয়টি নিয়ে বৈঠক করেছেন।

বিএনপি নেতারা জানান, আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে প্রথমে সমিতি হবে। এরপর নেতাকর্মীরা মিছিল বের করবেন। নয়াপল্টনের সমিতি থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবে। একদলীয় শাসনব্যবস্থা বাকশাল গঠনের দিন ২৫ জানুয়ারি কর্মসূচি ঘোষণা করা থেকে পারে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow