আফগান নারী সাবেক আইনপ্রণেতাকে নিজ বাড়িতে গুলি করে হত্যা

স্থানীয় রোববার (১৫ জানুয়ারি) ওই মহিলা আইনপ্রণেতার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। হামলায় তার তার ভাইয়া এবং ২য় দেহরক্ষী আহত হয়েছেন

Jan 16, 2023 - 11:40
Jan 16, 2023 - 12:38
 0
আফগান নারী সাবেক  আইনপ্রণেতাকে নিজ বাড়িতে গুলি করে হত্যা
২০২১ বর্ষের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর যে কয়জন মেয়ে আইনপ্রণেতা কাবুলে থাকছেন তার ভিতরে তিনি একজন ছিলেন : সংগ্রহীত ছবি

আফগানিস্তানের রাজধানী কাবুলে বাড়িতে ঢুকে সাবেক এক নারী এমপি ও তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় রোববার (১৫ জানুয়ারি) ওই মহিলা আইনপ্রণেতার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। হামলায় তার তার ভাইয়া এবং ২য় দেহরক্ষী আহত হয়েছেন। দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদ বিবিসি।

আরও পড়ুনঃ ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প , মৃত্যু ১৬২

নিহত নারী সংসদ সদস্যের নাম মুরসাল নবীজাদা। তার বয়স ৩২ বছর। ২০২১ বর্ষের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর যে কয়জন মেয়ে আইনপ্রণেতা কাবুলে থাকছেন তার ভিতরে তিনি একজন ছিলেন। তার সাবেক সহকর্মীরা নবীজাদাকে ‘আফগানিস্তানের জন্য নির্ভীক চ্যাম্পিয়ন’ হিসেবে প্রশংসা করেছিলেন। এর আগে দেশ ছাড়ার সুযোগও প্রত্যাখ্যান করেন তিনি।

পূর্বাঞ্চলীয় নানগারার প্রদেশের মেয়ে মুরসাল নবীজাদা ২০১৮ সালে কাবুল হতে সংসদ সদস্য নির্বাচিত হন। তালেবান ক্ষমতা দখলের আগ পর্যন্ত উনি দায়িত্বে ছিলেন। সে সময় প্রতিরক্ষা বিষয়ক পার্লামেন্টারি কমিশনের সদস্য এবং মানুষ সম্পদ উন্নয়ন এবং গবেষণা ইনস্টিটিউটেও উনি কাজ করেছেন।

আরও পড়ুনঃ আজ প্রধানমন্ত্রী আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন

হত্যাকাণ্ডের বিষয়ে কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, নিরাপত্তা বাহিনী এ ঘটনার তদন্ত চালু করেছে।

সাবেক বিধান  মরিয়ম সোলাইমানখিল বলেছেন, নবীজাদা ছিলেন একজন শক্তিশালী, স্পষ্টভাষী নারী যিনি বিপদের মুখেও যা আশ্বাস করতেন তার পক্ষে দাঁড়াতেন। আফগানিস্তান ছেড়ে যাওয়ার চান্স দেয়া সত্ত্বেও তিনি তার জনগণের পাশে থাকা ও লড়াই করার পথ বেছে নিয়েছিলেন।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হান্না নিউম্যান এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি ব্যথিত, ক্ষুব্ধ। পুরো বিশ্বকে আমি এই খবর জানতে চাই।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow