দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি : অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

গত মঙ্গলবার ১টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের সংগৃহীত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ইইউ ট্যাক্স অবজারভেটরি জানিয়েছে

Jan 15, 2023 - 16:05
 0
দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি : অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের
দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশীর জমি-বাড়ি থাকার ব্যাপারে অনুসন্ধান করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ): সংগ্রহীত ছবি

দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশীর জমি-বাড়ি থাকার ব্যাপারে অনুসন্ধান করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), দুর্নীতি দমন ডিস্কাউন্ট (দুদক), সিআইডি এবং জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুসন্ধান করতে জানানো হয়েছে। এক মাসের মধ্যে তদন্তের অগ্রগতি রিপোর্ট আদালতে পেশ করার জন্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ দেশে মোট ভোটার ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার

এছাড়া অর্থপাচারের মাধ্যমে দুবাইয়ে সম্পদ ক্রয় করা ব্যক্তিদের বিপক্ষে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রোববার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

গত মঙ্গলবার ১টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের সংগৃহীত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ইইউ ট্যাক্স অবজারভেটরি জানিয়েছে, বাংলাদেশে তথ্য  করে দুবাইয়ে প্রোপার্টি কিনেছেন ৪৫৯ বাংলাদেশী।

আরও পড়ুনঃ দেশে মোট ভোটার ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার

২০২০ সাল পর্যন্ত তাদের মালিকানায় সেখানে সর্বমোট ৯৭২টি প্রোপার্টি কেনার তথ্য পাওয়া গেছে, কাগজে-কলমে যার ভ্যালু সাড়ে ৩১ কোটি ডলার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow