তুরস্কে আরও ৪ মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারী দল

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। অভিযানের পঞ্চম দিন মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ৪ জনের মরদেহ উদ্ধার করেছে দলটি। তারা সবাই এক পরিবারের সদস্য। এ পর্যন্ত একজন জীবিত ও ১৯ জনের মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা।

Feb 15, 2023 - 12:09
 0
তুরস্কে আরও ৪ মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারী দল
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফায়ার সার্ভিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকর্মীরা তাদের অভিযানে ওই চারজনসহ এ পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করেছেন, জীবিত উদ্ধার করেছেন একজনকে। বাংলাদেশ দলের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের উদ্ধারকারীরা সেখানে কাজ করে যাচ্ছেন।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের মিডিয়া সমন্বয়কারী উপ-সহকারী পরিচালক ফয়সালুর রহমান জানান, মঙ্গলবার রাতে অভিযান শেষ করে ক্যাম্পে ফিরে যান বাংলাদেশের উদ্ধারকারী দল।

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তুপে চালানো অভিযানের পঞ্চম দিনে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারী দল।

দেশটির আদিয়ামান সিটির জুম হেরিয়াত মাহেল্লিসি এলাকায় মঙ্গলবার রাতে আট ঘণ্টার অভিযানে দুই সন্তানসহ এক দম্পতির লাশ উদ্ধার করেন তারা।

৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ানতেপে ৭ দশমিক ৮ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে মাত্র ১০০ কিলোমিটার উত্তরে ৭ দশমিক ৫ মাত্রায় আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এতে তুরস্ক-সিরিয়ার বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে ৪১ হাজারের বেশি।

তুরস্কে এক পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করল বাংলাদেশ দল
ওই ঘটনায় বিশ্বের অন্যান্য দেশের মত উদ্ধার অভিযানে অংশ নিতে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল ৮ ফেব্রুয়ারি রাতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়ে। পরদিন বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় দেশটির আদানা মিলিটারি এয়ার বেইসে পৌঁছায় দলটি। সেখান থেকে উদ্ধারকারী দল আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।

_________________________________________________________________

আরও পড়ুনঃ  ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ছাড়াল ৪১ হাজার
_________________________________________________________________

৬০ সদস্যের দলটিতে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর ২৪ জন এবং ১০ জন চিকিৎসক রয়েছেন। এছাড়া ১০ ফেব্রুয়ারি রাতে সিরিয়ায় পাঠানো হয় ১১ টন ত্রাণ সামগ্রী। এর মধ্যে রয়েছে তাবু, কম্বল, সোয়েটার, শুকনো খাবার ও ওষুধ।

চলতি শতাব্দীর অন্যতম প্রাণঘাতী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় এক দিন রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow