খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না কিনা, জানালেন আইনমন্ত্রী

খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তবে রাজনীতি করবেন কি না সেটা তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

Feb 19, 2023 - 16:42
 0
খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না কিনা, জানালেন আইনমন্ত্রী
সংগ্রহীত ছবি

খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তবে রাজনীতি করবেন কি না সেটা তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১৪ শ বিজেএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের জন্য আয়োজিত ‘১২ শ ওরিয়েন্টেশন কোর্স’উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আনিসুল হক বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির শর্তে রাজনীতির কথা নেই। তবে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

তিনি বলেন, 'তার (খালেদা জিয়া) মুক্তির আদেশে এমন কোনো শর্ত ছিল না যে, তিনি (খালেদা জিয়া) রাজনীতি করতে পারবেন না। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৪০১ ধারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাজা স্থগিত করেছেন। তিনি (খালেদা জিয়া) একজন স্বাধীন ব্যক্তি, তাই তার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে কোনো বাধা নেই।'

________________________________________________________________________

আরও পড়ুনঃ  সোমবার ভিটামিন ‌‘এ’ ক্যাপসুল পাবে ৪ কোটি ৪০ লাখ শিশু
________________________________________________________________________

আইনমন্ত্রী বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো নৈতিক স্খলনের দায়ে দোষী সাব্যস্ত হয়ে ২ বছর বা ২ বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হন, তাহলে তিনি সাজা ভোগের পর ৫ বছরের মধ্যে কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ১০ বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ড হয়েছে।


জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের সাজা নিয়ে কারাগারে যান বেগম খালেদা জিয়া। রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে ওই বছরের অক্টোবরে সাজা বেড়ে দ্বিগুণ হয় বিএনপি নেত্রীর। একই মাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আরও সাত বছরের সাজা হয় তার। সব মিলিয়ে তার সাজা হয় ১৭ বছর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow