ফ্লাই দুবাইয়ে হার্ট অ্যাটাকে বাংলাদেশি যাত্রীর মৃত্যু

দুবাই থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে হৃদরোগে আক্রান্ত হয়ে শাব শেখ (মৃত্যু সনদ অনুযায়ী) নামের এক বাংলাদেশি যাত্রী মারা গেছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইন্সের এফজেড ৫২৩ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

Feb 19, 2023 - 16:50
 0
ফ্লাই দুবাইয়ে হার্ট অ্যাটাকে বাংলাদেশি যাত্রীর মৃত্যু
সংগ্রহীত ছবি

দুবাই থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে হৃদরোগে আক্রান্ত হয়ে শাব শেখ (মৃত্যু সনদ অনুযায়ী) নামের এক বাংলাদেশি যাত্রী মারা গেছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইন্সের এফজেড ৫২৩ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

খালিজ টাইমসকে দেওয়া এক বিবৃতিতে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের মুখপাত্র বলেন, পথিমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া শাব শেখের (৫৯) পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তার অসুস্থার কথা শুনে আমরা ফ্লাইটটি পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করাই। কিন্ত গুরুতর অসুস্থ ওই যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি।

_______________________________________________________

আরও পড়ুনঃ বিএনপি টোকাইদের নিয়ে জোট করেছে : তথ্যমন্ত্রী
_______________________________________________________

‘ফ্লাই দুবাইয়ের এফজেড ৫২৩ ফ্লাইটে বাংলাদেশি একজন যাত্রী মারা গেছেন। ফ্লাই দুবাই ওই যাত্রীর পরিবারের প্রতি গভীর শোক ও  সমবেদনা জানায়।’

অবতরণের অনুমতি

  • চিক রিপাবলিকের বিমান সংস্থা স্মার্টউইংস ফ্লাই দুবাইয়ের এফজেড ৫২৩ ফ্লাইটটি পরিচালনা করে। পাকিস্তানি সংবাদমাধ্যম শামা টিভির খবরে বলা হয়েছে, পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের মতে, দুবাই থেকে ঢাকাগামী ফ্লাই দুবাইয়ের ওই ফ্লাইটের একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে ফ্লাইটের ক্যাপ্টেন করাচি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান।

চলতি মাসের শুরুর দিকে সিডনি থেকে দুবাই যাওয়ার পথে মেডিক্যাল ইমারজেন্সির কারণে এমিরেটসের একটি ফ্লাইট অস্ট্রেলিয়ার পার্থে অবতরণ করে। অন্য একটি ঘটনায়, মিড এয়ার মেডিকেল ইমার্জেন্সি দেখা দেওয়ায় একই এয়ারলাইন্সের ব্রাসেলগামী একটি ফ্লাইট ইরাকি শহর ইরবিলে অবতরণ করে।

২০২২ সালের অক্টোবরে ফ্লাইদুবাই চেক-রিপাবলিক ভিত্তিক এয়ারলাইন্স স্মার্ট উইংসের সঙ্গে একটি চুক্তি সই করে। চুক্তি আওতায় বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, শ্রীলঙ্কার কলম্বো ও পাকিস্তানের করাচি, মুলতান, মাস্কাট ও শিয়ালকোটসহ নির্বাচিত রুটে ফ্লাইট পরিচালনার জন্য স্মার্ট উইংসকে চারটি অত্যাধুনিক বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ইজারা দেয় ফ্লাই দুবাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow