ইরানে স্ত্রীর শিরচ্ছেদ করা ব্যক্তির ৮ বছর জেল

ইরানে ১৭ বছর বয়সি স্ত্রীর শিরচ্ছেদ করা ব্যক্তিকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

Jan 19, 2023 - 12:09
 0
ইরানে স্ত্রীর শিরচ্ছেদ করা ব্যক্তির ৮ বছর জেল
ইরানে ১৭ বছর বয়সি স্ত্রীর শিরচ্ছেদ করা ব্যক্তিকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত : সংগ্রহীত ছবি

ইরানে ১৭ বছর বয়সি স্ত্রীর শিরচ্ছেদ করা ব্যক্তিকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

আদালতের মুখপাত্র মাসুদ সেতায়েশি বলেন, হত্যার জন্য বর সাজ্জাদ হায়দারিকে সাড়ে সাত বছর ও নির্যাতনের জন্য আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মোনার পরিবার প্রতিশোধ না চেয়ে ‘ক্ষমা’ করে দেওয়ায় এই সাজা হয়েছে।

আরও পড়ুনঃ শুক্রবার শুরু হচ্ছে ইজতেমার ২য় পর্ব

এছাড়া হত্যায় সাহায্যের জন্য এ মামলায় সাজ্জাদ হায়দারির ভায়ের ৪৫ মাসের কারাদণ্ড হয়েছে।

ইরানের আহভাজ প্রদেশে গত বছর পতি সাজ্জাদ হায়দারি তার গৃহিণী মোনার মাথা কেটে সেটা হাতে নিয়ে পথে বের হন। এই ঘটনার ১টি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে বিপুল আলোচনা সমালোচনা হয়।

আরও পড়ুনঃ  শুক্রবার শুরু হচ্ছে ইজতেমার ২য় পর্ব

১২ বছর বয়সে মোনার বিয়ে হয় এবং ১৪ সালের ছেলে সন্তানের মা হয় সে। স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে তুরস্কে পালিয়ে গিয়েছিল মোনা। কিন্তু তুরস্ক হতে ফিরে আসলে স্বামী তার শিরচ্ছেদ করে।

এর প্রথমে ২০২০ সালে ইরানে অপর এক ঘটনায় ১৪ বছর বয়সি মেয়ে রোমিনা আশরাফির শিরচ্ছেদ করেন এক বাবা। বাসা ত্যাগ করে  প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগে মেয়ের শিরচ্ছেদ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow