আমরা জনগণের পাশে আছি, পাশে থাকবো: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে। সংগঠনের গঠনতন্ত্র মেনে নিয়মিত সম্মেলন করে অন্য কোনো দল আছে কি-না জানা নেই।

Dec 23, 2022 - 14:23
Dec 23, 2022 - 16:17
 0
আমরা জনগণের পাশে আছি, পাশে থাকবো: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে। সংগঠনের গঠনতন্ত্র মেনে নিয়মিত সম্মেলন করে অন্য কোনো দল আছে কি-না জানা নেই।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল বেলা সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয়ে বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে সর্বশেষ বার্তা সম্মেলনে অংশ নিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় সম্মেলনের মাধ্যমে আমরা দেশের মানুষকে স্বতঃস্ফূর্ত এই বার্তা দিতে চাই, আমরা জনগণের পাশে আছি, পাশে থাকবো। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করবো।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী সব সময় ঝুঁকির মধ্যে থাকেন: ডিএমপি কমিশনার

তিনি বলেন, আওয়ামী লীগ রুলিং পার্টি, একাধারে টানা তিন মেয়াদে ক্ষমতায় কতিপয় সমস্যা থাকে। যেমন- যিনি নেতৃত্বে রয়েছেন তিনি থাকতে চান আবার নতুন কেউ পদে আসার আকাঙ্খা থাকতে পারে। দুই মিলে অনেক টাইম কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। কিছু কিছু জায়গায় সমস্যা হয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ২৪ ডিসেম্বর দেশ কাঠামো মেরামত করতে কর্মসূচি দিয়েছিলো। তাদের শুভবোধের উদয় হয়েছে। কর্মসূচি পিছিয়ে ৩০ ডিসেম্বর নিয়েছে। তবে তারা তাদের কর্মসূচি থেকে দূরে গেছে মনে করার কারণ নেই।

আরও পড়ুনঃ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি নেই: র‍্যাব ডিজি

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, শত সেতু, শত সড়ক উদ্বোধন হয়েছে। মেট্রোরেল, টানেল আসছে। আমাদের রূপপুর,  এগুলো তাদের জন্য মনের জ্বালা বাড়ানোর জন্য যথেষ্ট।

যে দল আন্দোলনে ব্যর্থ, সেই দল নির্বাচনেও ব্যর্থ- বলেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow