আজই ঘোষণা হতে পারে নতুন রাষ্ট্রপতির নাম

মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা হতে পারে আজ সোমবার। রাষ্ট্রপতি পদে একক প্রতিদ্বন্দ্বী মো. সাহাবুদ্দিন চুপ্পু। আওয়ামী লীগের পক্ষ থেকে তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেয়া হয়েছিল গতকালই। ফলে রাষ্ট্রপতি হিসেবে তার নামই ঘোষণা করা হবে, এটি মোটামুটি নিশ্চিত।

Feb 13, 2023 - 11:34
 0
আজই ঘোষণা হতে পারে নতুন রাষ্ট্রপতির নাম
সংগ্রহীত ছবি

মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা হতে পারে আজ সোমবার। রাষ্ট্রপতি পদে একক প্রতিদ্বন্দ্বী মো. সাহাবুদ্দিন চুপ্পু। আওয়ামী লীগের পক্ষ থেকে তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেয়া হয়েছিল গতকালই। ফলে রাষ্ট্রপতি হিসেবে তার নামই ঘোষণা করা হবে, এটি মোটামুটি নিশ্চিত।

এর আগে, রোববার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল, সোমবার যাচাইবাছাই শেষে ঘোষণা হতে পারে নতুন রাষ্ট্রপতির নাম। সে ব্যাপারে জোর প্রস্তুতিও চলছে।

মনোনয়নপত্র জমা দেয়ার আগ পর্যন্ত তা ঘোষণা নাও করা হতে পারে। মো. আবদুল হামিদের উত্তরসূরি কে হচ্ছেন, তা নিয়ে জল্পনা-কল্পনারও শেষ নেই। আওয়ামী লীগ কাকে এই পদে মনোনয়ন দিচ্ছে তা নিয়ে সবার ব্যাপক আগ্রহ। গত বুধবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী মনোনীত করার ক্ষমতা দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয়। ওই বৈঠকের পর দলীয় সূত্র বলেছিল, দলীয় প্রার্থী কে হবেন, তা ১২ই ফেব্রুয়ারির আগে প্রকাশ করার সম্ভাবনা কম।

নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেছেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে আজকে ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। আওয়ামী লীগের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র দাখিল হয়েছে- একই ব্যক্তির নামে। যার নামে দাখিল হয়েছে তিনি মোহাম্মদ সাহাবুদ্দিন।

সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে এই দুটি আবেদন সকাল ১১টা ও ১১টা ৫ মিনিটে জমা দেওয়া হয়েছে। এই দুটি আবেদন আগামীকাল (সোমবার) দুপুর ১টা থেকে যাচাই-বাছাই করা হবে। বাছাই শেষে প্রধান নির্বাচনী কর্মকর্তা বৈধ মনোনয়নের বিষয়ে সবাইকে অবহিত করবেন। 

জাহাঙ্গীর আলম বলেন, যেহেতু একজন প্রার্থীর দুটি মনোনয়নপত্র জমা হয়েছে, সুতরাং কালকের বাছাইয়ে যদি দুটি আবেদন টিকে যায় তাহলে কালকেই এটি চূড়ান্ত হয়ে যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow