৭৫ ঘণ্টা পর পুরোপুরি নিভল বঙ্গবাজারের আগুন

অগ্নিকাণ্ডেরর ৭৫ ঘণ্টা পর পুরোপুরি নিভেছে বঙ্গবাজারের ভয়াবহ সেই আগুন। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৯টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার।  এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়েছিল।

Apr 7, 2023 - 12:49
 0
৭৫ ঘণ্টা পর পুরোপুরি নিভল বঙ্গবাজারের আগুন
ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, আগুন লাগার পর নিরাপত্তার কথা ভেবে বঙ্গবাজার ও আশপাশের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এখন সেটি পুরোপুরি চালু করা সম্ভব হবে।


এর আগে বঙ্গবাজারে আগুন লাগার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের ভয়াবহতা দেখে ঢাকার আশপাশে নারায়ণগঞ্জ ও গাজীপুর ফায়ার ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটও সেখানে যোগ দেয়। সব মিলিয়ে ৪৮টি ইউনিটের সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর মধ্যে চার হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

বঙ্গবাজারের আগুনের ঘটনায় আনুমানিক দেড় হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

আগুনের এ ঘটনায় কারও মৃত্যু হয়নি। তবে আগুনের সময় উত্তেজিত জনতার হামলায় ফায়ার সার্ভিসের ৩ সদস্য আহত হয়েছেন। এছাড়া আগুনের ধোঁয়ায় ও অন্যান্য ঘটনায় ফায়ার সার্ভিসের মোট ১২ জন আহত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow