৭ ঘণ্টা পর জরুরি সেবা ৯৯৯ চালু

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা বন্ধ রাখা হয়। প্রায় সাত ঘণ্টা পর পুনরায় এ সেবা চালু হয়েছে।

Apr 5, 2023 - 12:04
 0
৭ ঘণ্টা পর জরুরি সেবা ৯৯৯ চালু
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, দুপুর ১২টার দিকে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা সাময়িক বন্ধ ছিল। সন্ধ্যা ৭টার পর পুনরায় সেবাটি চালু হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ ছাড়া সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। ততক্ষণে বঙ্গবাজারসহ পার্শ্ববর্তী কয়েকটি মার্কেটের চার হাজারের বেশি ব্যবসায়ীর মালামাল পুড়ে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow