৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

দোহা, ১৮ ডিসেম্বর – আর কোনো আক্ষেপ নেই, নেই কোনো হাহাকার কিংবা হতাশার কোনো গল্প; কারণ আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। ৩৬ বছরের অপেক্ষার শেষ হচ্ছে মরুর বুকে।

Dec 19, 2022 - 00:08
 0
৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা
টাইব্রেকারের নায়ক এমি মার্টিনেজ। ক্যারিয়ারের সম্পন্ন বিশ্বকাপে মেসি পেলেন শিরোপার দেখা।

দোহা, ১৮ ডিসেম্বর – আর কোনো আক্ষেপ নেই, নেই কোনো হাহাকার কিংবা হতাশার কোনো গল্প; কারণ আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। ৩৬ বছরের অপেক্ষার শেষ হচ্ছে মরুর বুকে। রুদ্ধশ্বাস ফাইনালে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নিল লিওনেল মেসির দল। জোড়া গোল করলেন মেসি, গোল করলেন ডি মারিয়া, বৃথা গেল এমবাপ্পের হ্যাটট্রিক।

টাইব্রেকারের নায়ক এমি মার্টিনেজ। ক্যারিয়ারের সম্পন্ন বিশ্বকাপে মেসি পেলেন শিরোপার দেখা।


লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলছিল আর্জেন্টিনা। পঞ্চম মিনিটে তারা প্রথম শট নেয়। ২৩তম মিনিটে এগিয়ে যায় মেসি বাহিনী। ডি বক্সের ভেতর আনহেল দি মারিয়াকে উসমান দেম্বেল ফাউল করায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। চলতি আসরে এটা মেসির ৬ষ্ঠ গোল। ৩৬তম মিনিটে পাল্টা আক্রমণ হতে ব্যবধান দ্বিগুন করেন আনহেল ডি মারিয়া। মাঝমাঠ থেকে মেসির বাড়ানো বল ধরে হুলিয়ান আলভারেস পাস দেন আলিস্তেরকে। তার পাস বক্সে বাঁ দিকে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ডি মারিয়া। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow