সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক খাদে, যানচলাচল বন্ধ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সেতুর পাটাতন ভেঙে একটি পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনার পর বাঘাইছড়ি উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

May 8, 2023 - 12:54
 0
সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক খাদে, যানচলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

সোমবার (৮ মে) সকাল ৮টায় সীমান্ত সড়কের জন্য নিয়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক সেতুতে ওঠার পরপরই পাটাতন ভেঙে নিচে পড়ে যায়।

স্থানীয়রা জানান, পুরাতন সেতু মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২০১৯ সালের ১১ জানুয়ারি নতুন সেতুর কাজ শুরু করে সড়ক ও জনপদ বিভাগ। এক বছরের মধ্যে কাজ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও দীর্ঘ ৭ বছরেও শেষ হয়নি। তাই ঝুঁকিপূর্ণ জেনেও বাধ্য হয়ে যান-চলাচল করতে হয়। তবে এ ঘটনার পর সেতুর দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়েছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, সোমবার সকালে খবর পাওয়ার পরপরই আমাদের সকল ইউনিটকে কাজে নামিয়েছি। অল্প সময়ের মধ্যে সেতু মেরামতের কাজ শুরু করবো। এ ছাড়া নতুন সেতুর কাজ শেষ হয়েছে। তবে সংযোগ সড়কের কাজ কিছু বাকি রয়েছে সেটিও চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow