সিরিয়ার ভূমিকম্প কবলিত এলাকায় ছড়িয়ে পড়েছে কলেরা

বিধ্বস্ত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের পর কলেরার প্রাদুর্ভাব বেড়েছে। এরই মধ্যে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিরোধী নিয়ন্ত্রিত এলাকায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটের সদস্যরা এ তথ্য জানিয়েছেন।

Mar 2, 2023 - 12:37
 0
সিরিয়ার ভূমিকম্প কবলিত এলাকায় ছড়িয়ে পড়েছে কলেরা
সংগ্রহীত ছবি

বিধ্বস্ত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের পর কলেরার প্রাদুর্ভাব বেড়েছে। এরই মধ্যে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিরোধী নিয়ন্ত্রিত এলাকায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটের সদস্যরা এ তথ্য জানিয়েছেন।


স্বেচ্ছাসেবী সংগঠনের বরাতে আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, ওই অঞ্চলে গত বছর থেকে কলেরা শুরু হলেও কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল। তবে ভূমিকম্পের কারণে ওই অঞ্চলে বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থা ভেঙে পড়ে। ফলে দ্রুত ছড়িয়ে পড়ছে কলেরা।
দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে গত নভেম্বর থেকে কলেরায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আক্রান্ত পাঁচ শতাধিক। মঙ্গলবার এক টুইটার পোস্টে হোয়াইট হেলমেট এ তথ্য জানিয়েছে।
অধিকারকর্মী নুর কোরমুশ আল জাজিরাকে বলেন, শরণার্থী ক্যাম্প এলাকাগুলোতে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ভূমিকম্পের আগেও সেখানে পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থার অভাবে ক্ষতিগ্রস্ত হয়। শরণার্থীশিবিরের ৬৩ শতাংশও পর্যাপ্ত পয়োনিষ্কাশনের ব্যবস্থা ছিল না। আর ৪৩ শতাংশ পরিষ্কার পানির সংকট ছিল।

________________________________________________________________________

আরও পড়ুনঃ  অধ্যাপক তাহের হত্যা: আসামিদের ফাঁসি কার্যকরে নেই বাধা
________________________________________________________________________

স্থানীয় অধিকারকর্মী নূর গুরমুশ আল-জাজিরাকে বলেছেন, ‘ভূমিকম্পের আগেও এ অঞ্চলটি যথাযথ পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাবের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে সময়ও ৬৩ শতাংশ শরণার্থী শিবিরে সঠিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাব ছিল এবং ৪৩ শতাংশ শিবিরে বিশুদ্ধ পানির অভাব ছিল।’  

গুরমুশ আরও জানান, হাসপাতাল এবং চিকিৎসাকর্মীরা এখনো ভূমিকম্পে আহতদের সেবা দিতেই ব্যস্ত। এর মধ্যে যদি কলেরার তীব্র প্রাদুর্ভাব শুরু হয়, তবে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। 

গত বছর সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে কলেরার প্রাদুর্ভাব শুরু হয়। এর পর থেকে সেখানে এখন পর্যন্ত কলেরায় ২২ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে ৫৬৮ জন গুরুতর অসুস্থ হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow