সাড়ে ৩ ঘণ্টা দেরিতে ঢাকা ছাড়ল ‘সোনার বাংলা এক্সপ্রেস’

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি তিন ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে।

Apr 20, 2023 - 13:19
 0
সাড়ে ৩ ঘণ্টা দেরিতে ঢাকা ছাড়ল ‘সোনার বাংলা এক্সপ্রেস’
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৭টায় সোনার বাংলা এক্সপ্রেস ঢাকার কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও ১০টার পর স্টেশন ছাড়ে।

রেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে বলেন, ট্রেনটির ভ্যাকুয়াম কাজ না করায় ছাড়তে দেরি হয়েছে। কয়েক ঘণ্টা চেষ্টার পর ভ্যাকুয়ামের সমস্যা সমাধান হওয়ায় ১০টার পর ট্রেনটি স্টেশন ছেড়েছে। এর আগে পঞ্চম ট্রিপ দিয়েছি নতুন কোরিয়ান কোচের রেকটি, ষষ্ঠ ট্রিপে এসে আটকে গিয়েছিল।

গত ১৬ এপ্রিল দুর্ঘটনায় ট্রেনের ১৪টি কোচের মধ্যে সাতটি ক্ষতিগ্রস্ত হয়।

জানা গেছে, নতুন রেকের কোচে রয়েছে অটোমেটিক স্লাইডিং ডোর, স্বয়ংক্রিয় এয়ার ব্রেক, আরামদায়ক সিট, বায়ো টয়লেট, টয়লেটের বাইরে আলাদা বেসিন, প্রতিটি সিটের পাশে ইউএসবি পোর্টসহ বৈদ্যুতিক সকেট, জরুরি হ্যামার, আধুনিক শব্দহীন বৈদ্যুতিক ফ্যান, সিসি ক্যামেরাসহ আরও নতুন কিছু প্রযুক্তি।

এর আগে, গত রোববার সন্ধ্যায় ইফতারের পরপরই কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়ে উল্টে যায় সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনসহ কয়েকটি বগি। এ দুর্ঘটনায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের চালক (লোকোমাস্টার) মো. জসিম উদ্দিন, সহকারী লোকোমাস্টার মো. মহসীন ও গার্ড আবদুল কাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow