সাড়ে ১৪ লাখ লিটার চোরাই তেল জব্দ করল ইরান

পারস্য উপসাগরে একটি বিদেশি তেলবাহী জাহাজ থেকে ১৪ লাখ ৫০ হাজার লিটার চোরাই তেল জব্দ করেছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার দেশটির আধা সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য।

Apr 17, 2023 - 12:33
 0
সাড়ে ১৪ লাখ লিটার চোরাই তেল জব্দ করল ইরান
সংগ্রহীত ছবি

দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বুশেহেরের শীর্ষ বিচারপতি মেহদি মেহরাঙ্গিজ জানান, ইরানের বিভিন্ন খনি থেকে চোরাইপথে সংগ্রহ করে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের একটি দেশে পাচার করা হচ্ছিল এই তেল। তবে কোন দেশের উদ্দেশে জাহাজটি যাত্রা করেছিল— তা বলেননি ইরানের বিচার বিভাগের এই কর্মকর্তা।


জাহাজটির ক্যাপ্টেনসহ ১০ জন ক্রু’র সবাইকেই আটক করা হয়েছে। মেহদি মেহরাঙ্গিজ বলেন, এই বন্দিদের যথাযথ শাস্তি কী হতে পারে, তা নির্ধারণে পর্যালোচনা করছে বিচার বিভাগ।

বিশ্বের যেসব দেশে সবচেয়ে কম দামে জ্বালানি তেল পাওয়া যায়, সেসবের মধ্যে ইরান অন্যতম। জনগণ যে কম দামে তেল কিনতে পারে— সেজন্য বিপুল পরিমাণে ভর্তুকি দেয় দেশটির ইসলাপন্থী সরকার।

কিন্তু প্রতি বছরই দেশটি থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেলে পাচার হয়। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এই চোরাই তেলের সবচেয়ে বড় ক্রেতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow