শান্তকে সতর্ক করলো বিসিবি

চলমান বিপিএলে ব্যাট হাতে নিয়মিতই রান পাচ্ছেন সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। শনিবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেও পেয়েছিলেন হাফ সেঞ্চুরি

Jan 29, 2023 - 13:22
Jan 29, 2023 - 14:59
 0
শান্তকে সতর্ক করলো বিসিবি

চলমান বিপিএলে ব্যাট হাতে নিয়মিতই রান পাচ্ছেন সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। শনিবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেও পেয়েছিলেন হাফ সেঞ্চুরি। তবে ম্যাচটিতে অখেলোয়াড়সুলভ আচরণের করাণে ভর্ৎসনা পেয়েছেন শাস্ত।

সাজঘরে ফেরার সময়

  • মূলত ম্যাচের ১৩তম ওভারে নিহাদুজ্জামানের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন শান্ত। এমন আউট মেনে নিতে পারেননি তিনি। আউট হয়ে সাজঘরে ফেরার সময় বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে ছুড়ে মারেন হেলমেট ও ব্যাট। ক্ষোভ ছিল তার নিজের ওপরই। এই ঘটনা অবশ্য বিসিবির নজর এড়ায়নি। সতর্ক করার সঙ্গে একটি ডেমোরিট পয়েন্টও দেয়া হয়েছে শান্তকে।


__________________________________________________

আরও পড়ুনঃ
আবারও মাঠের লড়াইয়ে ফিরছেন আফ্রিদি
__________________________________________________

রোববার এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচে লেভেল ১ ভঙ্গ করেছেন শান্ত। কোড অব কন্ডাক্টের ২.২ ধারা অনুযায়ী ক্রিকেট সামগ্রীর ওপর বিরক্তি দেখানোয় ডেমোরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে।  

অন ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ ও ডেভিড মিলন্স, তৃতীয় আম্পায়ার প্রাগিথ রাম্বুকওয়েলা ও চতুর্থ আম্পায়ার আলি আমরান রাজন নাজমুল হোসেন শান্তর ওপর অভিযোগ আনেন, যা আমলে নিয়ে শাস্তি দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল।

__________________________________________________

আরও পড়ুনঃ
২৬ দিনে ৫৫ জনের ফাঁসি কার্যকর করে ইরান
__________________________________________________

উল্লেখ্য, চট্টগ্রামের বিপক্ষে ৬ চার ও ২ ছক্কায় ৪৪ বলে ৬০ রান করেছেন তিনি। এবারের বিপিএলে ৯ ম্যাচ খেলে ৫০ গড় ও ১১৭.০৫ স্ট্রাইক রেটে ৩৫০ রান করেছেন শান্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow