রংপুরের দ্বিতীয় নাকি সিলেটের প্রথম

Feb 14, 2023 - 12:52
 0
রংপুরের দ্বিতীয় নাকি সিলেটের প্রথম
ছবি: সংগৃহীত

আর কেবল দুই ম্যাচ, এরপরই পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। এবারের বিপিএলের বাকি দুই ম্যাচের একটি আজ (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

যেখানে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজা এবং নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। বিপিএলের অলিখিত সেমিফাইনালে আজ দুই দলের সামনেই রয়েছে ফাইনালে ওঠার হাতছানি।

১২ ফেব্রুয়ারি প্লে অফের প্রথম দিনে সিলেট এবং রংপুরের ভাগ্যে ভিন্ন দুই ফলাফল ছিল। এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে জিতে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে সোহানের দল। অন্য ম্যাচে সিলেট প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।

প্রথম দল হিসেবে সেদিনই ফাইনালে উঠেছে কুমিল্লা। এ নিয়ে চতুর্থবারের মতো শিরোপার জন্য লড়াই করছে দলটি। অন্যদিকে সিলেটের সামনে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জেতার সুযোগ রয়েছে। দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার সুযোগ রয়েছে রংপুরের সামনে।

বিপিএলের আট আসর শেষে সাফল্যের বিচারে সিলেটের চেয়ে এগিয়ে রংপুরই। দলটি ২০১৭ সালে ঢাকা ডাইনামাইটসকে হারিয়ে জিতেছিল প্রথম শিরোপা। অবশ্য সে আসরে রংপুরের অধিনায়ক ছিল সিলেটেরই বর্তমান অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

অন্যদিকে সিলেট বরাবরই বিপিএলের সবচেয়ে দুর্বল দলের একটি। এবারের আসরে মাশরাফীর নেতৃত্বে চিত্র বদল হয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। প্রথমবারের মতো বিপিএলের গ্রুপ পর্বে শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে দলটি। এবার তো অলিখিত সেমিফাইনালের সামনেই মাশরাফীরা।

দুই দলই এই ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে। রংপুর-সিলেট দুই দলেরই দেশি ক্রিকেটাররা পারফর্ম করেছে টুর্নামেন্টজুড়ে। এর পাশাপাশি ফাইনালের লক্ষ্যে দুই দলই নামি দামি বিদেশি তারকা ক্রিকেটারকে এনেছে বিপিএলের মঞ্চে।

_____________________________________________________

আরও পড়ুনঃ  ড্রেসিংরুমে ধূমপান করে শাস্তি পেলেন সুজন
_____________________________________________________

অলিখিত সেমিফাইনালের দিন চোখ থাকবে সিলেটের তৌহিদ হৃদয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্তদের দিকে। রংপুরকে ম্যাচ জেতাতে পারেন লোকাল ক্রিকেটার অধিনায়ক সোহান, শামীম পাটওয়ারি কিংবা রনি তালুকদাররা।

অবশ্য দিনশেষে টি-টোয়েন্টি ক্রিকেট নির্দিষ্ট দিনের খেলা। দিন শেষে যে দল ভালো খেলবে তারাই হবে কুমিল্লার বিপক্ষে ফাইনালিস্ট। সে ফাইনালিস্ট হওয়ার দৌড়ে কে হাসবে শেষ হাসি, জানা যাবে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মিরপুরের হোম অব ক্রিকেটের মঞ্চে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow