মুম্বাইয়ে ফের জঙ্গি হামলার হুমকি, সতর্কতা জারি

ভারতের মুম্বাই শহরে সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে এ হুমকি পেয়েছে ভারতীয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। পুলিশি সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।

Feb 4, 2023 - 17:47
 0
মুম্বাইয়ে ফের জঙ্গি হামলার হুমকি, সতর্কতা জারি
হুমকি পাওয়ার পর পর এ বিষয়ে মুম্বাই পুলিশকে অবহিত করেছে এনআইএ সংগ্রহীত ছবি

ভারতের মুম্বাই শহরে সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে এ হুমকি পেয়েছে ভারতীয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। পুলিশি সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।

হুমকি পাওয়ার পর পর এ বিষয়ে মুম্বাই পুলিশকে অবহিত করেছে এনআইএ। এরপরই মহারাষ্ট্রের বিভিন্ন শহরে সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া হুমকির সত্যতা উদ্ঘাটনে এনআইএ ও মুম্বাই পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।


________________________________________________________________________

আরও পড়ুনঃ  ভোক্তা অধিকার কর্মকর্তা সেজে চাঁদাবাজি, গ্রেফতার ৮
________________________________________________________________________

মুম্বাই পুলিশ সূত্র জানায়, যে ব্যক্তি মেইল পাঠিয়েছেন তিনি নিজেকে একজন তালেবানি হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন, মুম্বাইয়ে জঙ্গি হামলা হতে পারে।
এদিকে জঙ্গি হামলার হুমকির এ মেইল পাওয়ার পরই তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ ও এনআইএ।  

ইমেল আইডি থেকে হুমকির

  • দেশটির পুলিশ জানায়, যে ইমেল আইডি থেকে হুমকির চিঠি পাঠানো হয়েছে তার প্রেরকের নামের জায়গায় লেখা রয়েছে ‘সিআইএ’। ইমেল প্রেরক ওই চিঠিতে দাবি করেছেন, শহরে খুব দ্রুতই হামলা চালাবে তালেবান। ইমেল প্রেরকের আইপি ঠিকানা খতিয়ে দেখেছে সাইবার সেল। প্রাথমিকভাবে সাইবার সেল জানতে পেরেছে মেলটি পাকিস্তান থেকে পাঠানো হয়েছে।  
  • তবে পুলিশের সন্দেহ, আতঙ্ক সৃষ্টির জন্য কেউ ইচ্ছাকৃতভাবে এই ধরনের মেল পাঠিয়েছে। এর আগেও এমন হুমকির মেল একাধিক বার এসেছে। 

এর আগে গত জানুয়ারিতে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে একটি ফোনে জঙ্গি হামলার হুমকি আসে। গত বছরের অক্টোবরেও বিভিন্ন ফোনে মুম্বাইয়ে হামলার হুমকি আসে। ওই ফোনে বলা হয়, মুম্বাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়াগায় বোমা রাখা রয়েছে।

২০০৮ সালে মুম্বাইয়ের তাজ হোটেল, সিএসটি স্টেশন, কামা হাসপাতাল, লিওপোল্ড কাফেসহ একাধিক জায়গায় জঙ্গি হামলার ঘটনা ঘটে।  ওই হামলায় ১৬৬ জন নিহত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow