মুক্তি পাচ্ছে ‘ফারাজ’, আটকে আছে ‘শনিবার বিকেল’ : ফারুকী 

‘ফারাজ’ মুক্তিতে স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। এর ফলে আগামীকাল ৩ ফেব্রুয়ারি পূর্বনির্ধারিত দিনেই মুক্তি পাচ্ছে হংসল মেহতার ছবিটি। খবর টাইমস নাউ। বিচারক সিদ্ধার্থ মৃদুল ও তালওয়ান্ত সিংয়ের সমন্বয়ে গঠিত দিল্লি হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ নির্দেশনা দেন।

Feb 2, 2023 - 20:01
 0
মুক্তি পাচ্ছে ‘ফারাজ’, আটকে আছে ‘শনিবার বিকেল’ :    ফারুকী 
বিচারক সিদ্ধার্থ মৃদুল ও তালওয়ান্ত সিংয়ের সমন্বয়ে গঠিত দিল্লি হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ নির্দেশনা দেন : সংগ্রহীত ছবি

‘ফারাজ’ মুক্তিতে স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। এর ফলে আগামীকাল ৩ ফেব্রুয়ারি পূর্বনির্ধারিত দিনেই মুক্তি পাচ্ছে হংসল মেহতার ছবিটি। খবর টাইমস নাউ। বিচারক সিদ্ধার্থ মৃদুল ও তালওয়ান্ত সিংয়ের সমন্বয়ে গঠিত দিল্লি হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ নির্দেশনা দেন।

বিচারক সিদ্ধার্থ মৃদুল ও তালওয়ান্ত সিংয়ের সমন্বয়ে গঠিত দিল্লি হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ নির্দেশনা দেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আদেশে বিচারক নির্মাতা ও প্রযোজককে সিনেমার সঙ্গে একটি ‘সতর্কীকরণ’ যুক্ত করতে বলেছেন।  

বিচারক মৃদুল দুই নারীর আবেদন নিয়ে তাঁদের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘যদি সিনেমাটি এর মধ্যেই মুক্তির জন্য চূড়ান্ত হয়ে থাকে, তবে কীভাবে এখন বদল করা হবে? দুঃখিত, আমরা আপনাদের সাহায্য করতে পারব না।’


________________________________________________

আরও পড়ুনঃ ৩০ কেজির শাড়ি পরে সামান্থার শুটিং
________________________________________________

পরিচালক হংসল

  • এর আগে ছবিটি নিয়ে পরিচালক হংসল বলেছিলেন, ‘আমার লক্ষ্য থাকে ছবির মাধ্যমে চিন্তাভাবনাকে জাগরিত করা। সব সময় আমার ছবিকে দূর থেকে দেখি। আসল কাহিনিটা পর্দায় তুলে ধরি। এখানেও আদিত্য বা জাহান কারও চরিত্রকে ‘জাজ’ করেনি। আমি বলিনি একজন মহান, আর একজন ভিলেন। এরা দুজনই মানুষ। এদের বাধ্যতা আলাদা। আদিত্যর রাগ, অভিমান আমি উপলব্ধি করেছি। কিন্তু যেভাবে সে তার রাগকে ব্যক্ত করেছে, তাতে আমার আপত্তি আছে।’

ফারুকী 

  • ফারুকী লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশ। প্রিয় তথ্য মন্ত্রণালয়। গুলশানের হোলি আর্টিজান নিয়ে নির্মিত ভারতীয় ছবি “ফারাজ” মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারির ৩ তারিখ। আর এই বঙ্গদেশের এক অধম ফিল্মমেকার ওই ঘটনার অনুপ্রেরণা নিয়ে “শনিবার বিকেল” বানিয়ে আজকে চার বছর সেন্সরে আটকা।’
  • তিনি আরও লিখেন, ‘আমাদের ছবি আর্টিজানের ঘটনা পুনঃনির্মাণ করে নাই, এমনকি ওই ক্যাফের ভেতরের কোনো চরিত্র পুনঃনির্মাণও করে নাই! তারপরও এই সাজা পাওয়ার একমাত্র কারণ কি এই দেশের নাগরিক হওয়া?’

তিনি আরও লেখেন, ‘আমাদের ছবি আর্টিজানের ঘটনা পুনঃনির্মাণ করে নাই, এমনকি ওই ক্যাফের ভেতরের কোনো চরিত্র পুনঃনির্মাণও করে নাই! তার পরও এই সাজা পাওয়ার একমাত্র কারণ কি এই দেশের নাগরিক হওয়া?’

সবশেষে ফারুকী লেখেন, ‘ধন্যবাদ সব কিছুর জন্য। ইতিহাস নিষ্ঠুর। সে সব কিছু মনে রাখে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow