ভূমিকম্পে কেঁপে উঠলো সিকিম, আতঙ্কে পর্যটকরা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে সিকিমে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় সিকিমে। যদিও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি, তবে বেশ কয়েকটি ভবনে ফাটল ধরেছে।

Feb 13, 2023 - 12:06
 0
ভূমিকম্পে কেঁপে  উঠলো সিকিম, আতঙ্কে পর্যটকরা
সংগ্রহীত ছবি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে সিকিমে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় সিকিমে। যদিও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি, তবে বেশ কয়েকটি ভবনে ফাটল ধরেছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, সোমবার ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ সিকিমে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। সিকিমের ইয়কসমের উত্তর-পশ্চিমে ৭০ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

___________________________________________________

আরও পড়ুনঃ জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫
___________________________________________________

জানা গিয়েছে, সোমবার ভোর ৪টে নাগাদ সিকিমে ভূমিকম্প অনুভূত হয়। সিকিমের ইয়কসনের উত্তর-পশ্চিমে ৭০ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, এদিন সিকিমে ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। এদিন ভোররাতে ভূমিকম্প টের পেতেই চূড়ান্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু জায়গায় বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়তে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। এই মুহূর্তে সিকিমে ঠাসা পর্যটক। বহু রাজ্য থেকে এই সময়ে সিকিমে বেড়াতে যান পর্যটকেরা।

এর আগে, রোববার বিকেলে মৃদু কম্পন হয়েছিল আসামে। আসামের নগাঁও এলাকায় বিকেল ৪টা ১৮ মিনিটের দিকে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow