ভূমিকম্প: ২১ বাংলাদেশিকে আঙ্কারায় স্থানান্তর, দুজন হাসপাতালে

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ২১ বাংলাদেশিকে রাজধানী আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়েছে, তাদের মধ্যে দুজন আছেন হাসপাতালে।

Feb 9, 2023 - 17:15
 0
ভূমিকম্প: ২১ বাংলাদেশিকে আঙ্কারায় স্থানান্তর, দুজন হাসপাতালে
সংগ্রহীত ছবি

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ২১ বাংলাদেশিকে রাজধানী আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়েছে, তাদের মধ্যে দুজন আছেন হাসপাতালে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

তিনি বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত গাজিয়ান্তে শহর থেকে বুধবার ১৯ বাংলাদেশি শিক্ষার্থীকে আঙ্কারায় স্থানান্তর করার কথা জানিয়ে সেহেলী বলেন, “গত রাতে তাদের গাজিয়ান্ত থেকে আঙ্কারায় শিফট (স্থানান্তর) করা হয়েছে। আমাদের দূতাবাস থেকে তাদের সঙ্গে দেখা করে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানবেন।”


________________________________________________________________________

আরও পড়ুনঃ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা এখনো পর্যন্ত ১৫ হাজার
________________________________________________________________________

বর্তমানে তুরস্কে ৫ থেকে ৭ হাজার বাংলাদেশি বসবাস করছেন বলে জানিয়েছে আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস। তবে শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নিহত হননি।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল

  • উল্লেখ্য, গত সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।
  • ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকারী ও চিকিৎসক দল পাঠানোর ধারাবাহিকতায় সিরিয়াতেও একই ধরনের দল পাঠানোর পরিকল্পনা করছে সরকার।
  • মুখপাত্র বলেন, “বন্ধুপ্রতিম তুরস্কের এই ক্রান্তিকালীন ও দুর্যোগপূর্ণ সময়ে ৬১ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল ও উদ্ধারকারী দল প্রেরণ করা হয়েছে, যারা আগামী এক সপ্তাহ তুরস্কে অবস্থান করে বিভিন্ন প্রকার মানবিক সাহায্য প্রদান করবে এবং উদ্ধার কার্যেঅংশগ্রহণ করবে। পাশাপাশি সিরিয়াতেও একইভাবে উদ্ধার দল প্রেরণের বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে।”

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার প্রবাসীদের জন্য আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস দুটি হটলাইন চালু করেছে বলেও জানান মুখপাত্র।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow