বিমান দুর্ঘটনায় নিহত কণ্ঠশিল্পী নীরার শেষ ফেসবুক স্ট্যাটাস

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত হলেন দেশটির জনপ্রিয় ব্যক্তি ঘরানার কণ্ঠশিল্পী নীরা ছান্তিয়াল। গত রোববার নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ইয়েতি এয়ারলাইন্সের ১টি যাত্রীবাহী উড়োজাহাজ ভেঙে পড়ে

Jan 17, 2023 - 11:38
 0
বিমান দুর্ঘটনায় নিহত কণ্ঠশিল্পী নীরার শেষ ফেসবুক স্ট্যাটাস
পোখরায় সেই দুর্ঘটনায় প্রাণ হারান এ শিল্পী। নীরার বোন হীরা ছান্তিয়াল শেরচান শরীর শনাক্ত করে শিওর করেছেন : সংগ্রহীত ছবি

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত হলেন দেশটির জনপ্রিয় ব্যক্তি ঘরানার কণ্ঠশিল্পী নীরা ছান্তিয়াল। গত রোববার নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ইয়েতি এয়ারলাইন্সের ১টি যাত্রীবাহী উড়োজাহাজ ভেঙে পড়ে। পোখরায় সেই দুর্ঘটনায় প্রাণ হারান এ শিল্পী। নীরার বোন হীরা ছান্তিয়াল শেরচান শরীর শনাক্ত করে শিওর করেছেন।

আরও পড়ুনঃ শরীয়তপুরে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কায় রোগীসহ নিহত ৬


 জানিয়েছেন, মকর সংক্রান্তি উপলক্ষে ১টি অনুষ্ঠানের জন্য পোখারা যাচ্ছিলেন নীরা। নীরা মৃত্যুর প্রথমে ফেসবুকে শেষ পোস্টে লিখেছিলেন, ‘আগামীকাল পোখরায় অনেক মজা হবে।’ জানা গিয়েছে, বিমানকর্মী ও যাত্রীসহ বিমানে সর্বমোট ৭২ জন ছিলেন। ৬৮ জনের মৃত্যুর সংবাদ মিলেছে। ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা বলেছেন, ২ শিশুসহ ১০ জন বৈদেশিক নাগরিক বিমানে ছিলেন। বিমানবন্দরের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানে ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, একজন আইরিশ, ২ জন কোরিয়ান, ১ আর্জেন্টাইন নাগরিক এবং একজন ফরাসি নাগরিক ছিলেন। খবর সংস্থা এএনআই সূত্রে খবর, পোখারা হতে কাঠমান্ডু যাচ্ছিল ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। টেক অফের ২০ মিনিটের মধ্যেই কাস্কি জেলার নিকট সেটা ভেঙে পড়ে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow