বাংলাদেশের রাজবাড়ী থেকে ভারত যাবে স্পেশাল ট্রেন

ভারতের মেদিনীপুর জোড়া মসজিদে ১২২তম পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় রাজবাড়ী রেলস্টেশন থেকে আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর উদ্যোগে ২৪টি বগিতে ২ হাজার ১৫২ জন ওরশ যাত্রী স্পেশাল ট্রেনে ভারতের মেদিনীপুরে যাত্রা শুরু করবে।

Feb 13, 2023 - 13:15
 0
বাংলাদেশের রাজবাড়ী থেকে ভারত যাবে স্পেশাল ট্রেন
ছবি: সংগৃহীত

ভারতের মেদিনীপুর জোড়া মসজিদে ১২২তম পবিত্র ওরস শরিফ উপলক্ষে বাংলাদেশের রাজবাড়ী রেলস্টেশন থেকে একটি স্পেশাল ট্রেন মেদিনীপুরে যাবে। আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর উদ্যোগে কাল মঙ্গলবার রাত ১০টায় ট্রেনটি যাত্রা শুরু করবে। ২৪ বগির ওই ট্রেনে করে ২ হাজার ১৫২ জন যাত্রী ওরসে অংশগ্রহণ করবেন।

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সাধারণ সম্পাদক মো. আবদুল আজিজ কাদেরী খোকন জানান, ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে হজরত মুহাম্মদ (সা.)-এর ৩২তম ও বড় পীর গাউস-উল-আযম হজরত আবদুল কাদের জিলানী (আ.)-এর ১৯তম অধস্তন পবিত্র বংশধর আলী আবদুল কাদেরের ১২২তম বার্ষিক পবিত্র ওরস শরিফ ১৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে মেদিনীপুর জোড়া মসজিদে উদযাপিত হবে।

____________________________________________________________

আরও পড়ুনঃ  বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু
____________________________________________________________

ওরস উপলক্ষে মেদিনীপুর ওরস স্পেশাল ট্রেন ১ হাজার ২৪৫ জন পুরুষ, ৮৩২ নারী, ৭৫ শিশুসহ মোট ২ হাজার ১৫২ জন ওরস-যাত্রী নিয়ে মঙ্গলবার রাত ১০টায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের উদ্দেশে ছেড়ে যাবে। এরপর ওরস শেষে ১৯ ফেব্রুয়ারি ট্রেনটি রাজবাড়ী ফিরে আসবে।
তিনি আরও জানান, ১৯০২ সাল থেকে এই ওরস স্পেশাল ট্রেনটি চলছে। মাঝে করোনার কারণে ২০২১ ও ২০২২ সালে এটি বন্ধ ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow