পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ মারা গেছেন

পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ দীর্ঘ অসুস্থতার পর ৭৯ বছর বয়সে দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  রোববার সেনাবাহিনী এ কথা জানায়।

Feb 5, 2023 - 16:30
Feb 5, 2023 - 17:56
 0
পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ মারা গেছেন
পারভেজ মোশাররফ ২০১৬ সালের মার্চে চিকিৎসার জন্য পাকিস্তান ছেড়ে দুবাই যান। গত ৭ বছরে আর দেশে ফেরেননি : সংগ্রহীত ছবি

পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ দীর্ঘ অসুস্থতার পর ৭৯ বছর বয়সে দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  রোববার সেনাবাহিনী এ কথা জানায়।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, পারভেজ মোশাররফ গত কয়েক সপ্তাহ আরব আমিরাতের ‘আমেরিকান হাসপাতালে’ ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। রোববার সেখানেই তাঁর মৃত্যু হয়।

পারভেজ মোশাররফ ২০১৬ সালের মার্চে চিকিৎসার জন্য পাকিস্তান ছেড়ে দুবাই যান। গত ৭ বছরে আর দেশে ফেরেননি।

___________________________________________________________

আরও পড়ুনঃ  শহীদ মিনারে অবস্থান নিলেন চবির চারুকলার শিক্ষার্থীরা
___________________________________________________________

মোশাররফ এর জন্ম 

  • ১৯৪৩ সালের ১১ আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের দিল্লিতে জন্ম নেন পারভেজ মোশাররফ। ১৯৬১ সালের ১৯ এপ্রিল তিনি পাকিস্তানের সামরিক অ্যাকাডেমি কাকুল থেকে কমিশন পান।  ১৯৯৮ সালে জেনারেল পদ পেয়ে তিনি পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্ব নেন।

১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তাকে সেনাপ্রধানের পদ  থেকে বরখাস্ত করার  চেষ্টা করার পর এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে  মোশাররফ ক্ষমতা দখল করেন। সাত বছরেরও  বেশি সময় ধরে ক্ষমতায় থাকাকালে তার ওপর অন্তত তিনটি  হত্যা প্রচেষ্টা চালানো হয়।
মোশাররফ ক্ষমতায় থাকাকালে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি ধারা বজায় রাখেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow