পাকিস্তানের খাইবার বাস ও কারের মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত

পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়ার কোহিস্তানে বাস ও কারের মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। খবর ডনের।

Feb 8, 2023 - 11:39
 0
পাকিস্তানের খাইবার বাস ও কারের মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত
স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে দেশটির খাইবার পাখতুনখাওয়ার কোহিস্তান জেলার কারাকোরাম মহাসড়কে যান দুটির মধ্যে এ সংঘর্ষ হয়। সংগ্রহীত ছবি

পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়ার কোহিস্তানে বাস ও কারের মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। খবর ডনের।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে দেশটির খাইবার পাখতুনখাওয়ার কোহিস্তান জেলার কারাকোরাম মহাসড়কে যান দুটির মধ্যে এ সংঘর্ষ হয়।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে বাস ও কারের মধ্যে সংঘর্ষের ঘটনার পর দুটি গাড়িই খাদে পড়ে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা শের খান বলেছেন, যাত্রীবাহী বাসটি ঘিজার থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল, আর কারটি বিপরীত দিক থেকে আসছিল। নিহতদের মধ্যে ১৬ জন বাসের ও ৫ জন কারের যাত্রী।

________________________________________________________________________

আরও পড়ুনঃ তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৮ হাজার
________________________________________________________________________

কারাকোরাম মহাসড়ক

  • হতাহতের সংখ্যা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী বাসটি গিলগিট থেকে কারাকোরাম মহাসড়ক ধরে রাওয়ালপিণ্ডি যাচ্ছিল। পথিমধ্যে শিতিয়াল এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে এবং নিহতদের উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। 
  • দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতসংখ্যক যাত্রী ছিলেন সে তথ্য সংগ্রহ করা হচ্ছে, একইসঙ্গে কারটিতে থাকা যাত্রী সংখ্যার তথ্যও জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া আহতরা যেন যথাযথ চিকিৎসা পায় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক তথ্যনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ২৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow