নাইজেরিয়ায় বন্দুকধারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত : ৪০

নাইজেরিয়ায় বন্দুকধারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে ৪০ জনেরও বেশি নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দেশটির কাস্টিনা রাজ্যে এই সংঘর্ষ ঘটে।

Feb 4, 2023 - 12:50
 0
নাইজেরিয়ায় বন্দুকধারী এবং আইনশৃঙ্খলা  বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত : ৪০
স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দেশটির কাস্টিনা রাজ্যে এই সংঘর্ষ ঘটে : সংগ্রহীত ছবি

নাইজেরিয়ায় বন্দুকধারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে ৪০ জনেরও বেশি নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দেশটির কাস্টিনা রাজ্যে এই সংঘর্ষ ঘটে।

দেশটিতে আসন্ন পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের অল্প কয়েকদিন আগে এই সংঘর্ষ ঘটল।

আল-জাজিরা


  • কাস্টিনা পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ এর বরাত দিয়ে শনিবার আল-জাজিরা জানায়, একটি সশস্ত্র গ্যাং যারা স্থানীয়ভাবে ডাকু নামে পরিচিত তারা বাকোরি গ্রামে হামলা চালায় এবং গ্রামবাসীর ওপর গুলি ছুঁড়তে থাকে। এতে ৪০ জনেরও বেশি নিহত হয়। এর পর পালিয়ে যাওয়ার আগে তারা গ্রামের গবাদিপশু লুট করে নিয়ে জঙ্গলে পালিয়ে যায়।


___________________________________________________

আরও পড়ুনঃ ১০ বিভাগে বিএনপির সমাবেশ আজ
___________________________________________________

তবে এ সংঘর্ষে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দুটি নিরাপত্তা সূত্র। প্রশাসন বলছে, সংঘর্ষের পর গত শুক্রবার ঝোঁপের মধ্য থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে রাজ্যের কংকরা হাসপাতালে নেয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow